আলাপ:সিপাহে সাহাবা পাকিস্তান
এই পাতাটি সিপাহে সাহাবা পাকিস্তান নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
সিপাহে সাহাবা পাকিস্তান নিবন্ধটি বর্তমানে সামাজিক বিজ্ঞান এবং সমাজ বিষয়ক ভালো নিবন্ধের জন্য প্রস্তাবিত। এই নিবন্ধে উল্লেখযোগ্য অবদান (বা মনোনীত) রাখেন/করেন নি এমন যে কেউ এই নিবন্ধটি ভালো নিবন্ধ হিসাবে তালিকায় যুক্ত হবে কি না তা সিদ্ধান্ত নিতে ভালো নিবন্ধের গুণাবলী অনুযায়ী এটি পর্যালোচনা করতে পারেন, মনোনয়ন পাতার রূপরেখা অনুসারে। পর্যালোচনাকারী: পর্যালোচনা প্রক্রিয়া আরম্ভ করতে, এই লিঙ্কটি অনুসরণ করুন: পর্যালোচনা শুরু করুন। এটি ভালো নিবন্ধ পর্যালোচনার জন্য একটি উৎসর্গীকৃত উপপাতা তৈরি করবে। পাতাটি সংরক্ষণ করুন। (যদি ইতিমধ্যে এই কাজ করে থাকেন, এবং এখনো পর্যন্ত টেমপ্লেটের পরিবর্তন না ঘটলে, এই আলাপ পাতায় করে আবার চেষ্টা করুন। ভালো নিবন্ধ দিকনির্দেশনা দেখুন।) Safi Mahfouz কর্তৃক অক্টো ২১, ২০২০ তারিখে মনোনীত |
অনির্ভরযোগ্য উৎস
সম্পাদনা@Safi Mahfouz: লক্ষ্য করলাম, আপনি নিবন্ধটি তৈরির সময় ব্লগস্পটের এই লিংকের জন্য ৯ বার সম্পাদনা করতে গিয়ে আটকে গেছেন। এটি একটি অনির্ভরযোগ্য উৎস। পরবর্তীতে এই ধরনের লিংক যোগ করার সময় সতর্ক থাকবেন এবং আটকে গেলে লিংকটি বাদ দিয়ে প্রকাশ করবেন। — রিয়াজ (আলাপ) ০৭:৪৫, ১৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @RiazACU: অনেকবার চেষ্টা করে পরে বাদ দিয়েছি। তাছাড়া আপনি কিভাবে বিষয়টি জানলেন? মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ১০:২৪, ১৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz: বিশেষ:অপব্যবহার লগ এ দেখেছিলাম। — রিয়াজ (আলাপ) ১০:৩২, ১৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
ভাই!
সম্পাদনাভাই! দেখুন তো, কোন ভূল হল কিনা? ভূল হলে সংশোধন করে দিবেন। মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ১১:৪৭, ১৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
দৃষ্টি আকর্ষণ
সম্পাদনাআফতাব ভাই! পাতাটি ভালো নিবন্ধ হিসেবে মনোনয়ন দিয়েছি। পর্যালোচনা করে দিন প্লীজ। মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ১৭:৫৪, ২১ অক্টোবর ২০২০ (ইউটিসি)
শিরোনাম
সম্পাদনা- @Owais Al Qarni: এই দলটার বর্তমান নাম হল "আহলে সুন্নাহ ওয়াল জামায়াত"। তাই পাতাটি কি আহলে সুন্নাত ওয়াল জামায়াত (এসএসপি) নামে স্থানান্তর করব? আহলে সুন্নাত ওয়াল জামায়াত শিরোনামটা সুন্নি ইসলাম নিবন্ধের সাথে পুনর্নির্দেশ করা আছে। তাই (এসএসপি) মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ০৬:৩৯, ২৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz: এটা বক্ষমান নামেই বেশি পরিচিত। তাছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাআত নামের ভিন্ন একটি অর্থ আছে। - ওয়াইস আলাপ ০৮:৩৬, ২৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)