আলাপ:সম্মোহন
সাম্প্রতিক মন্তব্য: মো: সাজিদ মাহামুদ কর্তৃক ৯ বছর পূর্বে "সাহায্য প্রয়োজন।" অনুচ্ছেদে
এই পাতাটি সম্মোহন নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
সাহায্য প্রয়োজন।
সম্পাদনাআপনারা সবাই শুধু এই ভুল ধরতেছেন কেউই সাহায্য করছেন না শুধু বিভিন্ন ট্যাগ করছেন পারলে ঠিক করে সাহায্য করুন। লেখাটা কি অপরাধ? আমি নতুন হিসাবে সাধ্য মত চেষ্টা করেছি। পারলে এই ছোট ভাইকে সাহায্য করুন না হলে প্রবন্ধ টা আপসরন করুন। — MasterMinhaz (আলাপ • অবদান) ০৭:২৭, ২৬ আগস্ট ২০১৫ (ইউটিসি)) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @MasterMinhaz উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। মনে রাখবেন, আপনার তৈরি করা নিবন্ধনে ট্যাগ লাগানো আপনার প্রতি কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। যখন কোনো নিবন্ধনে এক বা একাধিক সমস্যা থাকে, তখন সেই নিবন্ধনে ট্যাগ লাগানো হয়। সম্মোহন নিবন্ধনে আপনি তথ্যসূত্র হিসেবে বেসতো ডটকম দিয়েছেন। এটি সম্ভবত একটি মুক্ত উৎস নয়। তাই এই নিবন্ধটি উইকিপিডিয়ার কপিরাইট নীতিমালা লঙ্ঘন করছে। আর এ কারনেই এই নিবন্ধনে
{{copypaste}}
ট্যাগটি লাগানো হয়েছে। উইকিপিডিয়ায় নিবন্ধন তৈরি করা কোনো অপরাধ নয়। পারলে আপনি নিবন্ধনে নির্ভরযোগ্য এবং মুক্ত উৎস থেকে তথ্য যোগ করুন এবং কপিরাইটকৃত লেখা নিবন্ধন থেকে অপসারণ করুন। তাহলেই এই ট্যাগটি নিবন্ধন থেকে সরানো হবে। আপনার সম্পাদনা চালিয়ে যান। আপনাকে আবারোও ধন্যবাদ।--সাজিদ মাহামুদ (আলাপ) ০৮:৪৪, ২৬ আগস্ট ২০১৫ (ইউটিসি)