আলাপ:শব্দ

সাম্প্রতিক মন্তব্য: ANKAN কর্তৃক ৩ বছর পূর্বে "আংশিক অসম্পূর্ণ অনুবাদ" অনুচ্ছেদে

আংশিক অসম্পূর্ণ অনুবাদ

সম্পাদনা

@Syfur007: শুভেচ্ছা নেবেন। অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১-এ অংশ নেয়ায় আপনাকে ধন্যবাদ। প্রতিযোগিতার শর্তানুসারে আপনাকে নিবন্ধের অনুবাদ সম্পূর্ণ শেষ করতে হবে। শব্দ নিবন্ধে শব্দের বেগ-এর শেষ থেকে দ্বিতীয় অনুচ্ছেদ, শব্দের উপলব্ধি অনুচ্ছেগুলোর অনুবাদ সম্পূর্ণ করার অনুরোধ থাকলো। নিবন্ধটির এ অংশগুলোর অনুবাদ শেষ হলে আবারও প্রতিযোগিতা পাতায় জমা দিতে হবে না, আমি এমনিই আবার কিছুদিন পরে পর্যালোচনা করব। শুভকামনা!  অংকন (আলাপ) ০২:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@ANKAN নিবন্ধটি পর্যালোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ। শব্দের উপলব্ধি অনুচ্ছেদের অসম্পূর্ণ অংশটি অনুবাদ করা হয়েছে এবং এর শব্দের উচ্চতা, জাতি, ধ্বনিতরঙ্গের অঙ্গবিন্যাস উপ-পরিচ্ছেদগুলোও অনুবাদ করেছি। কিন্তু সঠিক ভাব প্রকাশের জন্য বাংলা অর্থবোধক শব্দ খুজে না পাওয়ায় স্থানিক অবস্থান উপ-পরিচ্ছেদটি অনুবাদ করা সম্ভব হইনি। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে এই ক্ষুদ্র পরিচ্ছেদটি অনুবাদ করে দিবেন। — সাইফুর (আলাপ) ০৫:৫৪, ২৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Syfur007:   করা হয়েছেঅংকন (আলাপ) ০৫:৫১, ২৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"শব্দ" পাতায় ফেরত যান।