আলাপ:লাদ্রি দি বিচিক্লেত্তে/ভালো নিবন্ধ ১

সাম্প্রতিক মন্তব্য: Sajid Reza Karim কর্তৃক ১ মাস আগে "ভালো নিবন্ধের পর্যালোচনা" অনুচ্ছেদে

ভালো নিবন্ধের পর্যালোচনা

সম্পাদনা

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: Sajid Reza Karim (আলাপ · অবদান) ১৬:৩৭, ২১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)

মন্তব্য

সম্পাদনা
  • ইনফোবক্সে পোস্টারটির ক্যাপশনে বিস্তারিত উল্লেখ করতে হবে।
  • ইনফোবক্সে গল্পের জায়গায় হবে সিসারে জাভাত্তিনি এবং উৎস উল্লেখ করতে হবে লুইজি বার্তোলিনির উপন্যাস।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে রোম শহরে এক দরিদ্র পিতা ও তার পুত্রের চুরি হয়ে যাওয়া সাইকেল অনুসন্ধানের গল্প চিত্রিত হয়েছে এ চলচ্চিত্রে - তার পুত্রের চুরি হয়ে যাওয়া সাইকেল অর্থ প্রকাশ করে সাইকেলটি তার পুত্রের ছিল। বোধগম্যতার জন্য বাক্যটি পুনর্লিখন করতে হবে।
  • এটি ইতালীয় নব্যবাস্তবতাবাদী শ্রেষ্ঠকর্ম হিসেবে বিবেচিত। - যাচাইয়ের জন্য একাধিক তথ্যসূত্র প্রদান করতে হবে।
  • ইতালিতে চলচ্চিত্রটির প্রভাব ও খ্যাতি ভূমিকাংশে যোগ করতে হবে।
  • কাহিনী সংক্ষেপে অপ্রয়োজনীয় বাক্য বাদ দিয়ে পরিস্কার ও সংক্ষিপ্তভাবে পুনর্লিখন করতে হবে।
  • কবি ও চিত্রকর লুইজি বার্তোলিনির সেই সময়ের স্বল্প পরিচিত উপন্যাসের শিরোনাম ও কয়েকটি কাহিনীচিত্র অবলম্বনে তিনি এবং সিসারে জাভাত্তিনি ও অন্যান্যরা মিলে চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য রচনা করেন। - তিনি এবং সিসারে জাভাত্তিনি ও অন্যান্যরা এখানে তিনি দিয়ে লুইজি বার্তোলিনিকে ইঙ্গিত করছে। বাক্যটি সহজভাবে, প্রয়োজনে ভেঙে লিখতে হবে।
  • মূল্যায়নের আগে “মুক্তি” অংশ যোগ করতে হবে এবং এখানে “বক্স অফিস” সম্পর্কিত তথ্য থাকা দরকার।
  • “চলচ্চিত্রের নাম” বিষয়ক একটি অংশ যুক্ত করতে হবে।
  • যে উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে দে সিকা চলচ্চিত্র নির্মাণ করেন সে বইয়ের লেখক লুইজি বার্তোলিনি চলচ্চিত্রটির ব্যাপারে উচ্চমাত্রার সমালোচনা করেন এবং বলেন বইটির যে রকম ভাবগাম্ভীর্য ছিল তা ছবিতে সম্পূর্ণ প্রকাশ পায় নি, কারণ তার উপন্যাসের প্রধান চরিত্র ছিল মধ্যবিত্ত শ্রেণির বুদ্ধিজীবী এবং তার মূলভাব ছিল নৈরাজ্যপূর্ণ সমাজতন্ত্রের মুখে সভ্য সমাজের পতন। এই বাক্যটি আরো সহজবোধ্যভাবে লেখা দরকার।
  • থিবসকে থিভস লিখতে হবে।
  • পুরস্কার ও স্বীকৃতি অংশ সম্প্রসারণ করতে হবে।

@Galib Tufan:, @WAKIM: নিবন্ধটির উন্নয়নের জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।--সাজিদ রেজা করিম ১১:৫৯, ১৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা

সম্পাদনা
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):  
    খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):  
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):  
    খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):  
    গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):  
  3. নিবন্ধের ব্যাপকতা রয়েছে
    ক) (প্রধান বিষয়):  
    খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):  
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:  
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:  
    নিবন্ধে বর্তমানে কোনো সম্পাদনা যুদ্ধ চলছে না এবং নিবন্ধটি স্থিতিশীল অবস্থায় আছে।
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):  
    খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):  
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:  
"লাদ্রি দি বিচিক্লেত্তে/ভালো নিবন্ধ ১" পাতায় ফেরত যান।