আলাপ:রোমিও অ্যান্ড জুলিয়েট

সাম্প্রতিক মন্তব্য: MS Sakib কর্তৃক ৩ বছর পূর্বে "তথ্যসূত্রগুলো ঠিক করুন" অনুচ্ছেদে

তথ্যসূত্রগুলো ঠিক করুন

সম্পাদনা

@এলা সেন: অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রোমিও অ্যান্ড জুলিয়েট নিবন্ধটি অনুবাদের মাধ্যমে মানোন্নয়ন করায় আপনাকে ধন্যবাদ। তবে নিবন্ধে যথাযথভাবে তথ্যসূত্র প্রদান করা হয়নি। আপনি ইংরেজি নিবন্ধে উৎস সম্পাদনায় গিয়ে বিভিন্ন বাক্যের শেষে থাকা তথ্যসূত্রগুলো কপি করে বাংলা নিবন্ধের যথাস্থানে বসান। আমার কথা বুঝতে না পারলে এটা এবং এটা দেখুন। ≈ MS Sakib  «আলাপ» ২০:৩৭, ১২ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আপনার পাঠানো নির্দেশ অনুযায়ী তথ্য়সূত্রগুলি যোগ করেছি। দয়া করে দেখে নেবেন। সাহায্য়ের জন্য় ধন্য়বাদ। কোনো ত্রুটি থাকলে জানাবেন। -- এলা সেন (আলাপ) ১৪:২০, ১৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@এলা সেন: ঠিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি নিবন্ধটি গ্রহণ করে নিচ্ছি। তবে আপনার সকল সম্পাদনায় ্য (য ফলা) ঠিক মতো হচ্ছে না। এর বদলে ্‌য়‌ যোগ হচ্ছে। এছাড়া আপনার ব্যবহৃত য় যথাযথ হচ্ছে না। আপনি সরাসরি য় (u09DF) ব্যবহার না করে য ও নুকতা যোগে য + ় = য় (u09AF+u09BC) ব্যবহার করছেন, যা ঠিক নয়। এই বিষয়ে সচেতন থাকার অনুরোধ করছি। আবার, কারও আলাপ পাতা ব্যতিত, অন্য কাউকে বার্তা দিলে তাকে "পিং" করবেন (যেমন, {{ping|MS Sakib}} বা {{ping|এলা সেন}}), নাহলে তার কাছে বিজ্ঞপ্তি পৌছাবে না। ধন্যবাদ। ≈ MS Sakib  «আলাপ» ১৭:০৫, ১৭ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"রোমিও অ্যান্ড জুলিয়েট" পাতায় ফেরত যান।