আলাপ:রাইসুল ইসলাম আসাদ

সাম্প্রতিক মন্তব্য: Nahian~bnwiki কর্তৃক ৪ বছর পূর্বে "উদ্দেশ্যপ্রণোদিত সম্পাদনা" অনুচ্ছেদে

উদ্দেশ্যপ্রণোদিত সম্পাদনা

সম্পাদনা

এই পেইজে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পাদনা রিভার্ট করা হচ্ছে। এই হলো অভীক (আলাপ) ০৩:৩৮, ১৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@এই হলো অভীক: উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানে ঠিক বুঝলাম না, অনুগ্রহ করে সোজাবাংলায় বলুন? আপনার করা সম্পাদনা দুটি বাতিল করেছিলাম, কারণ আমি চেষ্টা করেছিলাম আপনার মুছে ফেলা অকার্যকর লিংকগুলো ইন্টারনেট আর্কাইভ বট দ্বারা যাতে ঠিক করতে পারি কিন্তু আর্কাইভ করা সম্ভব না হওয়ায় আমি সাথে সাথে আমার সম্পাদনা বাতিল করেছি। না বুঝে মন্তব্য করবেন না। ধন্যবাদ — রিয়াজ (আলাপ) ০৫:১২, ১৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আপনি যে এই মাত্র লাইবনিৎসের পেজটা রিভার্ট করলেন, সেটার মতো আগেও করেছেন। তার নাকি তাঁর সেটা আপনি আলোচনা না করে রিভার্ট করলেন কেন? আবার বলেছেন, তাঁর ব্যবহার করবেন না? আপনি কি অভিধান ঘেঁটে সম্পাদনা করেন নাকি অন্য কিছু দেখে?

আবার আমি যে লিংক সংযোজন করেছি, সেটাও আবার রিভার্ট করে দিছেন? সমস্যা কি আপনার? সেদিন আমার অ্যাকাউন্ট সক-পাপেট কীনা অভিযোগ করলেন, আজ তো দেখি আপনি বাংলা-ইংরেজি দুই নামে জ্বালাতন শুরু করছেন! মানুষের সময়ের দাম আছে ভাই। আমি সম্পাদনার সাথে সাথে আপনি রিভার্ট শুরু করছেন। এই হলো অভীক (আলাপ) ১৬:১১, ২০ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@এই হলো অভীক: হ্যা ভাই, আপনার সম্পাদনা আগেও বাতিল করেছি এবং কেনো করেছি সেটাও বলেছি। উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, এটি ব্যক্তিগত কোনো ওয়েবসাইট নয় তাই এখানে কিছু নিয়ম মেনেই সম্পাদনা করতে হয়। এটি বিশ্বকোষ হওয়ায় সাধারণত তাঁর শব্দটি ব্যবহার করা হয় না। এমনকি ইসলাম সম্পর্কিত বিভিন্ন নিবন্ধে সাঃ, আঃ, রহঃ এইসবও ব্যবহার করা হয় না। অবশ্যই সাঃ, আঃ ও রহঃ এর চেয়ে তাঁর শব্দটি গুরত্বের দিক দিয়ে বড় নয়। এরপরও উক্ত শব্দসমূহ উইকিপিডিয়ায় ব্যবহার হয় না। দ্বিতীয়ত, আপনার Ei holo Ovik ও বর্তমান একাউন্ট সক-পাপেট কিনা সেটা নাহিয়ান ভাই, আমার কাছে জানতে চেয়েছিলেন বরং অভিযোগ করে নাই (আমিও অভিযোগ করি নি)। আলোচনাটি এই পাতায় পাবেন। আশা করি আমার সমস্যার উত্তর পেয়ে গেছেন। এরপরও প্রশ্ন থাকলে বিনা দ্বিধায় বলতে পারেন। ধন্যবাদ — রিয়াজ (আলাপ) ১৭:০৯, ২০ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@এই হলো অভীক: আমি বা রিয়াজ ভাই, কেও-ই আপনার বিরুদ্ধে সক-পাপেটের অভিযোগ তুলিনি। বরং, আমি রিয়াজ ভাই এর কাছে সক-পাপেটের বিষয়ে বিস্তারিত জানতে চাই, কেননা আমারোও পূর্বে তৈরিকৃত একাধিক অ্যাকাউন্ট ছিলো, ওগুলোকে সক-পাপেট হিসেবে ধরা হবেনা কিনা এটা জিজ্ঞেস করি এবং আপনাকে নিয়ে শুধু উদাহরণ দিই। ~ নাহিয়ান আলাপ ১৭:২০, ২০ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"রাইসুল ইসলাম আসাদ" পাতায় ফেরত যান।