আলাপ:মেটা প্ল্যাটফর্মস
সাম্প্রতিক মন্তব্য: RockyMasum কর্তৃক ২ বছর পূর্বে "অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২/নিবন্ধ পর্যালোচনা" অনুচ্ছেদে
এই পাতাটি মেটা প্ল্যাটফর্মস নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
এই নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়ার “Meta, Inc.” নিবন্ধের আংশিক বা সম্পূর্ণ অনুবাদ। এটির লেখকগণের তালিকা দেখতে মূল পাতার ইতিহাস দেখুন। |
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২-এর অংশ হিসেবে এই নিবন্ধটির মানোন্নয়ন করা হয়েছে। |
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২/নিবন্ধ পর্যালোচনা
সম্পাদনাসুপ্রিয় @Muhammad Daud Hossain:, বাংলা উইকিপিডিয়ার অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতায় অংশ নেওয়ায় আপনাকে অভিনন্দন। এই নিবন্ধের বেশ কিছু জায়গায় যান্ত্রিক অনুবাদ পরিলক্ষিত হচ্ছে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী যান্ত্রিক অনুবাদ গ্রহণযোগ্য নয়। অনুগ্রহ করে নিবন্ধটি পুনরায় পর্যালোচনা করুন এবং আগামী ৩ দিনের মধ্যে প্রয়োজনীয় পরিমার্জন বা সংশোধন করুন। কোন জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় আমাকে করতে পারেন।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৬:০৩, ১২ জুন ২০২২ (ইউটিসি)
- সুপ্রিয় @মাসুম-আল-হাসান (প্র); আমি সম্পূর্ণ নিবন্ধটি পুনরায় পর্যালোচনা করেছি এবং প্রয়োজনীয় পরিমার্জন বা সংশোধন করেছি। যদিও এরপর কোনো ধরণের পরিমার্জন বা সংশোধন করা লাগে তবে আমাকে নির্দ্বিধায় জানাতে পারেন। যদি কোনো বাক্য আপনার দৃষ্টিগোচর হয়, প্রয়োজনে যদি অল্প কিছু পরিমার্জন বা সংশোধন করা লাগে তবে তা আপনি ঠিক করে দিলে কৃতজ্ঞ থাকব। Muhammad Daud Hossain (আলাপ) ০৫:০৪, ১৬ জুন ২০২২ (ইউটিসি)
- @Muhammad Daud Hossain: নিবন্ধটি আবার পর্যালোচনা করলাম। নিবন্ধের প্রায় পুরটাজুড়েই আক্ষরিক অনুবাদ বিদ্যমান। যা ফলে অনেক জায়গাতেই সঠিক ভাব বা অর্থ প্রকাশ করছে না। এ অবস্থায় নিবন্ধটি গ্রহণ করা সম্ভব নয়।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৪:৫৪, ২৫ জুন ২০২২ (ইউটিসি)