আলাপ:মহাকাশ অনুসন্ধান

সাম্প্রতিক মন্তব্য: ANKAN কর্তৃক ৩ বছর পূর্বে "যান্ত্রিক অনুবাদ" অনুচ্ছেদে

পুনরায় অনুবাদ

সম্পাদনা
মঙ্গলগ্রহ এবং "গভীর মহাকাশ অনুসন্ধান" পুনরায় অনুবাদ করা হয়েছে। কিন্তু বাংলা অনুবাদটি নিবন্ধে বাংলায় দেখা যাচ্ছে না। এ বিষয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হল। --সামিহা (আলাপ) ৭:০৭, ১৪ এপ্রিল ২০১৭ (ইউটিসি)

যান্ত্রিক অনুবাদ

সম্পাদনা

@SamihaRahman: শুভেচ্ছা নেবেন। আপনার লেখা মহাকাশ অনুসন্ধান নিবন্ধটি উইকিপিডিয়ায় তৈরি করার জন্য ধন্যবাদ জানাই। নিবন্ধটি যান্ত্রিক অনুবাদ হওয়ায় তা বোধগম্য নয়। এমতাবস্থায় আগামী এক সপ্তাহের মধ্যে নিবন্ধের যান্ত্রিকতা সরিয়ে বোধগম্য ভাষায় লেখার জন্য অনুরোধ জানাই। নতুবা এক সপ্তাহ পরে নিবন্ধটি অপসারণের জন্য বিবেচিত হতে পারে। আপনার এক সপ্তাহের অধিক সময় প্রয়োজন হলে জানানোর অনুরোধ করছি। ধন্যবাদ। — অংকন (আলাপ) ০৭:২০, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@ANKAN: বর্তমানে পড়াশুনার চাপে অনেকদিন যাবৎ কোনো অনুবাদ কার্যক্রমে অংশ নিতে পারছি না। আমি এই পাতাটি বোধগম্য ভাষায় লিখে দেব তবে একটু দীর্ঘ সময় লাগতে পারে। সেজন্য এই নিবন্ধটি রেখে দেয়ার অনুরোধ জানাচ্ছি - এতে অনুবাদে সুবিধা হবে। SamihaRahman (আলাপ) ০৯:১২, ৬ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@SamihaRahman: ধন্যবাদ আপনাকে। পরামর্শ থাকবে শুরুর সূচনা অংশটুক (বিংশ শতাব্দিতে গবেষণার ইতিহাস-এর আগ পর্যন্ত) অন্তত বোধগম্য ভাষায় অনুবাদ করে রাখার জন্য। নাহলে নিবন্ধটি অপসারণের জন্য বিবেচিত হতে পারে (যে কেউ সেই প্রস্তাব দিতে পারে)। যদি সূচনা অংশ ঠিক থাকে, তাহলে যান্ত্রিক অংশগুলো মুছে দিলেও ইতিহাস থেকে লেখাগুলো ফিরে পাবেন।  অংকন (আলাপ) ১১:৫১, ৬ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"মহাকাশ অনুসন্ধান" পাতায় ফেরত যান।