আলাপ:মনের দর্শন

সাম্প্রতিক মন্তব্য: Mostak Bari Fahim কর্তৃক ৫ বছর পূর্বে

প্রিয় @Intimealok: উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে এই নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। তবে প্রতিযোগিতার নিয়ম অনুসারে এবং বাংলা উইকিপিডিয়ার নিয়ম অনুসারে, আমরা যান্ত্রিক বা পাঠকের জন্য দূর্বোধ্য এমন কোন নিবন্ধ গ্রহণ করতে পারি না। উইকিপিডিয়ার যেকোন নিবন্ধ পাঠকের জন্য পাঠযোগ্য হতে হবে এবং লেখা বা অনুবাদ সবসময় প্রাঞ্জল হতে হবে। আপনার অনুবাদ করা এই নিবন্ধটি পুরোটাই যান্ত্রিকভাবে অনুবাদ করা এ জন্য বাক্যগঠনসহ পুরো নিবন্ধটিই সংশোধন করতে হবে। দয়া করে নিবন্ধটি এক সপ্তাহের মধ্যে সংশোধন করুন। এমনিতে নিবন্ধে ছোট কোন সংশোধনের প্রয়োজন হলে সেটি আমরা করে দেই বা নিবন্ধ প্রণেতাকে করার সুযোগ দিয়ে থাকি। কিন্তু পুরো নিবন্ধে যান্ত্রিকাতার সমস্যা থাকলে এবং নিবন্ধ প্রণেতা সেটা শীঘ্রই সংশোধন না করলে নিবন্ধটি সাধারণত অপসারণ করে দেওয়া হয়। দয়া করে নিবন্ধ সংশোধন করে এখানে জানান, পুনরায় জমা দেওয়ার প্রয়োজন নেই। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩২, ৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন


Rat jege eto kosto kore...eto gulo page korsi... Sob error....🤔 Intimealok (আলাপ) ২০:১২, ৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Intimealok আপনার নিবন্ধ গুলো দেখলাম। সত্যিই যান্ত্রিক লাগছে। আমিও উইকিপিডিয়ায় নতুন। আবার মেয়েদের নামেও আমার একাউন্ট নেই। আমায় কেউ চিনেও না। কিন্তু তাহলে আমার নিবন্ধ গুলো কি করে গৃহীত হচ্ছে? দয়া করে না বুঝে এইরকম যে কারো সম্পর্কে যা ইচ্ছে তাই বলা উচিৎ না। দয়া করে এমন বিরোধার্থক মতামত পোষন করবেন না। ধন্যবাদ। -- Mostak Bari Fahim (আলাপ) ০৪:৩৭, ৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Apni ki vabe translate korlen kon app or web diye ...plz bolben?

"মনের দর্শন" পাতায় ফেরত যান।