আলাপ:ভর

সাম্প্রতিক মন্তব্য: ANKAN কর্তৃক ৩ বছর পূর্বে "অসম্পূর্ণ অনুবাদ" অনুচ্ছেদে

অসম্পূর্ণ অনুবাদ

সম্পাদনা

@Samiul Basir Tasin: শুভেচ্ছা নেবেন। অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১-এ অংশ নেয়ায় আপনাকে ধন্যবাদ। প্রতিযোগিতার শর্তানুসারে আপনাকে নিবন্ধের অনুবাদ সম্পূর্ণ শেষ করতে হবে। ভর নিবন্ধটি আপনি অনুবাদ করে সম্পূর্ণ করেননি, এর অধিকাংশ স্থানই অনুবাদ হয়নি। অনুবাদের ক্ষেত্রে আপনার মূল অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন তথা প্রবেশ করে নিতে হবে, যেন আমরা বুঝতে পারি আপনিই অনুবাদ করছেন। এই ইংরেজি নিবন্ধ থেকে সম্পূর্ণ অনুবাদ করলে প্রতিযোগিতার জন্য গৃহীত হবে। অনুবাদ সম্পূর্ণ করে আবারও প্রতিযোগিতা পাতায় জমা দিতে হবে না, আমি এমনিই আবার কিছুদিন পরে পর্যালোচনা করব। শুভকামনা!  অংকন (আলাপ) ১২:৩৭, ২১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

"ভর" পাতায় ফেরত যান।