ব্ল্যাক নেকড স্পিটিং কোবরা নিবন্ধটি ভালো নিবন্ধের জন্য মনোনীত হয়েছিল; কিন্তু সে সময়ে এটি ভালো নিবন্ধের মানদণ্ড সম্পূর্ণরূপে পূরণ করতে পারে নি। নিচে নিবন্ধটির উন্নয়নের ব্যাপারে কিছু পরামর্শ থাকতে পারে। এসব সমস্যা নিরসন হলে নিবন্ধটি পুনঃমনোয়ন করা যেতে পারে। সম্পাদক যদি মনে করেন যে নিবন্ধটি সঠিকভাবে মূল্যায়িত হয়নি, তবে তিনি পুনর্মূল্যায়নের আবেদন করতে পারেন।
@Riaz না, পর্যালোচক উনি নন, আমিই। আমার মতে এটি ভালো নিবন্ধ হওয়ার উপযুক্ত নয়। তবে, আমি আমার সিদ্ধান্তটি চূড়ান্ত কারার পূর্বে, ওনার মতামত চেয়েছি মাত্র। যেহেতু উনি বেশ করেকটি ভালো নিবন্ধের আবেদন পর্যালোচনা করেছেন, এবং বাংলা উইকিতে উনার প্রণীত বা মানোন্নয়নকৃত অনেকগুলো নিবন্ধও রয়েছে। মোঃ মারুফ হাসান (আলাপ)১০:৩৫, ১০ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@মোহাম্মদ মারুফ: ঠিক কি কি কারণে উত্তীর্ণ হবে মনে হচ্ছে না এগুলো লিখে নিবন্ধ প্রণেতা বা মনোনয়নদাতাকে সংশোধন করতে বলো। তুমি নিজেই যদি পর্যালোচক হয়ে অন্যকে দেখতে বলো তাহলে তো ভালো দেখায় না৷ রিয়াজ (আলাপ) ১০:৪১, ১০ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Riaz আমি ব্যবহারকারী আলাপ:Atudu পাতায় ইতিমধ্যে বার্তা দিয়েছি, কিন্তু উনি সক্রিয় সম্পাদক হওয়া সত্বেও, কোনোরূপ সাড়া প্রদান না করায়, আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। যদিও উনার হাতে আরও ২ দিন সময় আছে, নিবন্ধ মনোনয়ন সম্পর্কে আলোচনা করা বা নিবন্ধটির মানোন্নয়ন শুরু করার জন্য। আর পর্যালোচনা করার ক্ষেত্রে কারও পরামর্শ নেওয়াকে আমি খারাপ বলে মক্নে করি না। অভিজ্ঞ ব্যবহারকারী হিসাবে (এমনিকি আপনিও) এক্ষেত্রে আলোচনায় অংশ নিতে পারেন, অথবা আমাকে পরামর্শও দিতে পারেন। মোঃ মারুফ হাসান (আলাপ)১০:৫৪, ১০ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন