আলাপ:বীরাঙ্গনা
সাম্প্রতিক মন্তব্য: Monami Shirin কর্তৃক ২ বছর পূর্বে "বাংলাদেশের বর্তমানে বীরাঙ্গনা নারী মুক্তিযুদ্ধার সংখ্যা" অনুচ্ছেদে
- কায়সার আহমাদ বীরঙ্গনা নামে এ নিবন্ধটি এতদিন পুনর্নির্দেশ ছিল। এটাকেই এখন মূল নিবন্ধ করা হয়েছে। --নুরুন্নবী চৌধুরী (হাছিব) • আলাপ • ১৫:৪০, ১১ জুলাই ২০১৮ (ইউটিসি)
- মহান কাজ করেছেন।
বাংলাদেশের বর্তমানে বীরাঙ্গনা নারী মুক্তিযুদ্ধার সংখ্যা
সম্পাদনাবীরাঙ্গনা হলো যারা নারী মুক্তিযুদ্ধা যারা নিজের জীবন বাজি রেখে ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে লড়েছিলো, বাঙালি মুক্তিবাহিনীদেরকে অস্ত্র,খাবার, চিকিৎসা, সেবা ও বিভিন্নভাবে অনুপ্রেরণা-সাহায্য করেছিলো।বিভিন্ন সময়ে সরকারের যাচাই বাছাইয়ে অনেক নারীকে মুক্তিযুদ্ধা খেতাব দেওয়া হয়েছে।তাদের মধ্যে মুক্তিযুদ্ধা তারামন বিবি ও সেতারা বেগমকে দেওয়া হয়েছে বীরপ্রতীক উপাধি।অন্যদিকে মুক্তি বেটি কাকন বিবি ও উপাধি পেলেও তিনি বীর প্রতীক সনদ পান নি।বীর প্রতীক খেতাব ও সনদ প্রাপ্ত ২জনই।
অক্টোবর ২০২২ পর্যন্ত মুক্তিযুদ্ধে অবদানকারী বীরাঙ্গনার সংখ্যা ৪৪৮ জন। Monami Shirin (আলাপ) ০০:০৮, ১৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)