আলাপ:বাংলা ভাষা আন্দোলনে নারী
এই নিবন্ধটি উইকিপিডিয়ায় জেন্ডারভিত্তিক অসমতা দূরীকরণে আয়োজিত উইকিগ্যাপ এডিটাথন ২০১৯-এর অংশ হিসেবে তৈরি বা সম্প্রসারণ করা হয়। |
--Delwar ০১:৩১, ১৬ মে ২০১৯ (ইউটিসি)
সম্পর্কহীন তথ্য
সম্পাদনাDelwarHossain "বাংলা ভাষা আন্দোলনে নারী" নিবন্ধের সাথে আন্দোলনের পটভূমি নামক প্যারার বিষয়গত কোন সম্পর্ক নেই । যদিও বাংলা ভাষা আন্দোলনের সাথে মিল আছে যা বাংলা ভাষা আন্দোলনের পটভূমি সমন্ধে শুধু পুরুষেরই তথ্য দেয়া নারীদের আন্দোলন বা আন্দোলনের পটভূমি সমন্ধে বিশেষ কোন তথ্য নেই কিন্তু মূল বিষয় ভিত্তিতে আন্দোলনে নারীদের অবদান এবং পটভূমি সমন্ধে নারীদের সম্পর্কিত (সামান্য হলেও) তথ্য থাকা আবশ্যক। ধন্যবাদ। Habib (আলাপ) ০৫:৪১, ১৬ মে ২০১৯ (ইউটিসি)
হাবিব আপনাকে ধন্যবাদ। তবে মূল নিবন্ধ থেকে লিংকযুক্ত করে সরাসরি ওই প্যারাটি যুক্ত করেছিলাম। তবে আপনার আলোচনা শেষে আমারও মনে হয়েছে নারী সম্পৃক্ততার অংশ হিসেবে পটভূমিটি পরিস্কার থাকলে ভালো হতো। তাই আরেকটি প্যারা যুক্ত করার আগে আলোচিত প্যারাটি অপসারণ করেছি। --Delwar ০৬:১১, ১৬ মে ২০১৯ (ইউটিসি)