আলাপ:বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল

সাম্প্রতিক মন্তব্য: Ieahhiea কর্তৃক ৫ বছর পূর্বে "'এন্ড', 'অ্যান্ড' নাকি 'ও'" অনুচ্ছেদে

'এন্ড', 'অ্যান্ড' নাকি 'ও'

সম্পাদনা

উচ্চারণগতভাবে 'এন্ড' ইংরেজিতে 'And' এর চেয়ে 'End' এর সাথে বেশি সাদৃশ্যপূর্ণ।

বিভিন্ন মূলধারার সংবাদমাধ্যমে "বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল" এরকমভাবে ব্যবহার হয়ে আসছে।

কিন্তু সংস্থাটি বাংলায় "বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল" এটাই ব্যবহার করে থাকে। ২০১০ সালের বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনেও এভাবেই ব্যবহার করা হয়েছে।

http://www.parliament.gov.bd/index.php/bn/2013-06-27-05-03-20/2013-03-08-01-59-38/2013-03-08-02-23-31/2013-06-27-07-01-00/2014-04-21-10-09-02/2013-04-03-19-49-12/464-2013-04-02-00-19-11

তাই পাতাটির নাম পরিবর্তন করে "বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল" করার সুপারিশ করছি মুহাম্মদ হুসাইন (আলাপ) ২০:১৭, ৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

যেহেতু নামটা ইংরেজি, তাই 'ও' বাদ। এবং স্থানান্তর করে দিয়েছি। - ইয়াহিয়া (আলাপ) ২০:৩৭, ৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

-দুঃখিত, নামের ক্ষেত্রে সাধারণত দাপ্তরিক কাগজপত্র অনুসরণ করা হয়। তাই, সঠিক নামে 'এন্ড' থাকবে। তাই পূর্বের নামেই স্থানান্তর করা হয়েছে। - ইয়াহিয়া (আলাপ) ২০:৪৫, ৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

"বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল" পাতায় ফেরত যান।