আলাপ:পুরাণ (ভারতীয় শাস্ত্র)
![]() | পুরাণ (ভারতীয় শাস্ত্র) নিবন্ধটি বর্তমানে দর্শন এবং ধর্ম বিষয়ক ভালো নিবন্ধের জন্য প্রস্তাবিত। এই নিবন্ধে উল্লেখযোগ্য অবদান (বা মনোনীত) রাখেন/করেন নি এমন যে কেউ এই নিবন্ধটি ভালো নিবন্ধ হিসাবে তালিকায় যুক্ত হবে কি না তা সিদ্ধান্ত নিতে ভালো নিবন্ধের গুণাবলী অনুযায়ী এটি পর্যালোচনা করতে পারেন, মনোনয়ন পাতার রূপরেখা অনুসারে। পর্যালোচনাকারী: পর্যালোচনা প্রক্রিয়া আরম্ভ করতে, এই লিঙ্কটি অনুসরণ করুন: পর্যালোচনা শুরু করুন। এটি ভালো নিবন্ধ পর্যালোচনার জন্য একটি উৎসর্গীকৃত উপপাতা তৈরি করবে। পাতাটি সংরক্ষণ করুন। (যদি ইতিমধ্যে এই কাজ করে থাকেন, এবং এখনো পর্যন্ত টেমপ্লেটের পরিবর্তন না ঘটলে, এই আলাপ পাতায় করে আবার চেষ্টা করুন। ভালো নিবন্ধ দিকনির্দেশনা দেখুন।) Jonoikobangali কর্তৃক ডিসে ৩০, ২০০৯ তারিখে মনোনীত |
এই পাতাটি পুরাণ (ভারতীয় শাস্ত্র) নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
উইকিপ্রকল্প হিন্দুধর্ম | ||||||||||||||
|
শিরোনাম
সম্পাদনাMyth এর বাংলা হিসেবে আমার পুরাণ শব্দটি জানা ছিল। কোনটা বেশী প্রচলিত? আমার মতে প্রচলিত শব্দ মূল শিরোনাম হিসসাবে ব্যবহার করা উচিত।--রাজিবুল ১৩:৩৫, ১৯ নভেম্বর ২০০৬ (ইউটিসি)
হিন্দু পুরাণ নামে একটি পাতা আছে। বর্তমান এই পাতাটিতে হিন্দুদের পুরাণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হোক। এ পাতাটিতে কেবল হিন্দু পুরাণ নয়, সাথে হিন্দু পুরাণের বাইরে অন্যান্য সকল পুরাণ যেমন জৈন পুরাণ, বুদ্ধ পুরাণ, গ্রিক পুরাণ ইত্যাদি নিয়ে আলোচনা করা যেতে পারে। কারণ এ বিষয়ে কোনো পাতা চোখে পড়ে নি। হয়তো পাতাটি তৈরির উদ্দেশ্য এটাই ছিল। তাই পুরাণ (ভারতীয় ধর্ম) এর পরিবর্তে কেবল পুরাণ শিরোনামে স্থানান্তর করার অনুরোধ করছি। -- রবিন সাহা ১৬:৩৬, ২৯ মার্চ ২০২২ (ইউটিসি)
- @BadhonCR শিরোনাম পরিবর্তনের এই আলোচনা দেখুন। আফতাবুজ্জামান (আলাপ) ২১:১২, ৮ জুন ২০২২ (ইউটিসি)