আলাপ:পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান (বাংলাদেশ)

সাম্প্রতিক মন্তব্য: Foysalur Rahman Shuvo কর্তৃক ৪ বছর পূর্বে "সম্প্রসারণ প্রয়োজন" অনুচ্ছেদে

সম্প্রসারণ প্রয়োজন

সম্পাদনা

@Foysalur Rahman Shuvo: বাংলা উইকিপিডিয়া বিশেষ এডিটাথন ২০২০-এ অংশগ্রহণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি তৈরিকৃত পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান (বাংলাদেশ) নিবন্ধ সম্প্রসারণের আরো সুযোগ রয়েছে। আপনি এই লিঙ্কে কিছু অধিক তথ্য পাবেন, সেখান থেকে বিশ্বকোষীয় তথ্য নিয়ে (ওয়েবসাইটের লেখা কিছুটা প্রচারমূলক) বর্ধিত করুন। তথ্যাবলী হুবহু অনুলিপি গ্রহণযোগ্য নয়, ওখান থেকে তথ্য নিয়ে নিজ ভাষায় লিখতে হবে। উল্লেখ্য, তিনদিন পর আমি এমনিতেই নিবন্ধটি পুনরায় পর্যালোচনা করব, আপনাকে আবার জমা দিতে হবে না। ধন্যবাদ! — অংকন (আলাপ) ১৮:৪২, ৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় ব্যবহারকারী:ANKAN ভাই মনোযোগ দিয়ে নিবন্ধটি পর্যালোচনা করার জন্য ধন্যবাদ। আপনার দেওয়া সূত্র থেকে তথ্য সংগ্রহ করে নিজের ভাষায় তিনটি নতুন অনুচ্ছেদ তৈরির মাধ্যমে সম্প্রসারণ করেছি, বাকি যে তথ্যগুলো আছে তা পূর্ব থেকেই নিবন্ধটিতে ছিলো এবং যা নেই তা বেশি গুরুত্বপূর্ণ মনে হয় নি, কিন্তু আপনি বললে ওগুলোও আমি সংযোগ করে দিবো। তাই বার্তা দিয়ে প্রয়োজন জানালে কৃতার্থ হই।এফ আর শুভ (আলাপ) ০৮:২৯, ৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান (বাংলাদেশ)" পাতায় ফেরত যান।