আলাপ:নুরুল ইসলাম নাহিদ

সাম্প্রতিক মন্তব্য: SaktahSadiaSinha কর্তৃক ১ বছর পূর্বে "দ্রুত সংযোজন করার জন্য অনুরোধ।" অনুচ্ছেদে

দ্রুত সংযোজন করার জন্য অনুরোধ।

সম্পাদনা

Youtube এর একটি চ্যানেল যেটার নাম:- NH Tv Bangla.... এই Youtube Channel এ 4 বছর আগে নুরুল ইসলাম নাহিদ এর জীবনী নিয়ে একটি ভিডিও বানানো হয়েছিল।

এখন আমার বিনীত অনুরোধ এই যে, যদি দ্রুত ঐ ভিডিওটি থেকে ঐ ভিডিওর সকল তথ্যগুলো এখানে সংযোজন করা হয়।তাহলে খুবই ভালো হতো বলে আমার মনে হয়।

আমি একজন শিক্ষার্থী। দ্রুত প্রয়োজনে আপনাদের কাছে আমার এই অনুরোধ। আমার এই আবেদন গ্রহনে যদি আপনাদের মর্জি হয় তাহলে আমি খুবই উপকৃত হতাম। SaktahSadiaSinha (আলাপ) ১১:০৪, ১৭ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আমার এই বিষয়টি আপনারা যাতে একটু বিবেচনা করেন, এজন্য অনুরোধ জানানো হচ্ছে।😇 SaktahSadiaSinha (আলাপ) ১১:১২, ১৭ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@SaktahSadiaSinha: স্বপ্রকাশিত উৎস থেকে উইকিপিডিয়ায় তথ্য নেয়া হয় না। ইউটিউব ও সকল ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম স্বপ্রকাশিত উৎস। তাই আবেদন গ্রহণ করা সম্ভব নয়। — AKanik 💬 ১২:৫৭, ১৭ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Ahmad Kanik দুঃখিত আমি এই ব্যাপারে জানতাম না।জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। SaktahSadiaSinha (আলাপ) ০৯:৫৩, ১৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"নুরুল ইসলাম নাহিদ" পাতায় ফেরত যান।