আলাপ:দুলাল গাজী

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ২ বছর পূর্বে "শব্দের ব্যবহার" অনুচ্ছেদে

শব্দের ব্যবহার

সম্পাদনা

@SalamAlayka, ভাই আমি দুঃখের সাথে আপনার সাম্প্রতিক সম্পাদনাটি বাতিল করলাম। আপনি "সংশোধন" লিখে সম্পাদনাগুলো পূর্বাবস্থায় নিয়েছেন কিন্তু এটি মোটেও সংশোধন নয়। পূর্বের সম্পাদনাগুলোর বাক্য মূলত ঠিক ছিল। যেমন, আপনি জীবন → জিন্দেগী, পরিবারে জন্মগ্রহণ → খান্দানে পয়দা, সাক্ষাৎ → মোলাকাৎ, হত্যা → কতল ইত্যাদি শব্দ ব্যবহার করেছেন। কিন্তু এই শব্দগুলো চলিত বাংলায় এখন ব্যবহার হয় না। আবার আপনি পিতাকে বাপ লিখেছেন, কথ্য ভাষায় বাপের ব্যবহার থাকলেও লেখ্য ভাষায় পিতা, বাবা এগুলো লেখা হয়। আবার আমার বিন্দুমাত্র ধারণা নেই "পানা দেওয়া" অর্থ কি কারণ চলিত বাংলায় এটা ব্যবহার হয় না। আপনি এই রকম বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন যা চলিত বাংলায় এখন আর ব্যবহৃত হয় না।

ইত্যাদি কারণে আমি আপনার সম্পাদনাটি বাতিল করেছি। আবার পূর্বাবস্থায় না নেওয়ার অনুরোধ করছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৩:১৬, ৩০ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"দুলাল গাজী" পাতায় ফেরত যান।