আলাপ:দিল্লি
এই পাতাটি দিল্লি নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
দিল্লি/দিল্লী প্রস্তাবনা
সম্পাদনাদিল্লি/দিল্লী দুটোই ঠিক হলেও ব্যবহারের দিক দিয়ে দিল্লীই এগিয়ে আছে। ভারতী অন্যান্য ভাষা যেমন অসামিয়া এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরীতেও এটি দিল্লীই ব্যবহার করা হয়েছে, এমন কি হিন্দি উইকিপিডিয়াতেও একটি ঈ-কার যোগ লেখা হয়েছে। ফলে আমার প্রস্তাব নিবন্ধটি দিল্লী বানানে সরিয়ে নেওয়া হোক।--বেলায়েত (আলাপ | অবদান) ১৮:৫১, ২০ জানুয়ারি ২০১০ (ইউটিসি)
- বিরোধিতা করছি। দিল্লী বানানটি বর্তমানে পশ্চিমবঙ্গে অচল। এখানকার প্রায় সবকটি -পত্রিকা সংবাদপত্রে দিল্লি বানান লেখা হয়। তার উপরে কেন্দ্রীয় সরকারের বাংলা প্রকাশনাতেও এখন দিল্লি বানান লেখা হয়। সুতরাং বহুল প্রচলিত দিল্লি বানানই রাখা উচিত। --অর্ণব দত্ত (talk) ১৯:১১, ২০ জানুয়ারি ২০১০ (ইউটিসি)
- আপনার দাবি কৃত তথ্য যাচাই করা যায় অনুগ্রহ করে তেমন সূত্র প্রদান করুন। ওয়েব লিঙ্ক?, পিডিএফ, পত্রিকার স্ক্রিন সট ইত্যাদি ইত্যাদি দিয়ে আপনি আপনার দাবি জোড়দার করতে পারে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৪২, ২১ জানুয়ারি ২০১০ (ইউটিসি)
- পশ্চিমবঙ্গের পত্রপত্রিকাগুলিতে রোজই দিল্লি সংক্রান্ত খবর থাকে। তাও কয়েকটি দিলাম - আনন্দবাজার, [সংবাদ প্রতিদিন, বর্তমান, আজকাল গণশক্তি। --অর্ণব দত্ত (talk) ০৫:২৯, ২১ জানুয়ারি ২০১০ (ইউটিসি)
- বর্তমান ই-পেপারটা আমার ওয়েবপেজে খোলে না। ওটা একটু অনুগ্রহ করে চেক করে নেবেন সাইটে গিয়ে। তবে ওখানেও দিল্লি লেখা হয়। --অর্ণব দত্ত (talk) ০৫:৩১, ২১ জানুয়ারি ২০১০ (ইউটিসি)
- ডিডব্লিউ ওয়ার্ল্ড, বাংলাদেশের প্রথম আলো দেখছি দিল্লি লেখে। --অর্ণব দত্ত (talk) ০৫:৩৮, ২১ জানুয়ারি ২০১০ (ইউটিসি)
- FILE DEL BLAST1.flv স্টার আনন্দ --অর্ণব দত্ত (talk) ০৫:৫৫, ২১ জানুয়ারি ২০১০ (ইউটিসি)
- ভারত সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের এই ওয়েবসাইটে সরকারি বানান রয়েছে। --অর্ণব দত্ত (talk) ০৬:০৩, ২১ জানুয়ারি ২০১০ (ইউটিসি)
- তবে ভারত সরকারের কোনো কোনো রেফারেন্সে দিল্লী বানানও পাবেন। --অর্ণব দত্ত (talk) ০৬:০৫, ২১ জানুয়ারি ২০১০ (ইউটিসি)
- আপনার দাবি কৃত তথ্য যাচাই করা যায় অনুগ্রহ করে তেমন সূত্র প্রদান করুন। ওয়েব লিঙ্ক?, পিডিএফ, পত্রিকার স্ক্রিন সট ইত্যাদি ইত্যাদি দিয়ে আপনি আপনার দাবি জোড়দার করতে পারে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৪২, ২১ জানুয়ারি ২০১০ (ইউটিসি)
- দিল্লী বানানটি চিরকাল জেনে এসেছি। হিন্দীতেও তাই দিল্লী বানানটি রয়েছে। বোধিসত্ত্ব (আলাপ) ১২:২১, ৭ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
সরকারি নাম
সম্পাদনাআমার মতে দিল্লির সরকারি নামের বঙ্গানুবাদ "দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল" না করে সংবিধানের বাংলা অনুবাদ অনুযায়ী "দিল্লি জাতীয় রাজধানী রাজ্যক্ষেত্র" করা উচিত। যদিও "রাজ্যক্ষেত্র" কথাটি সংবিধানের বাইরে বাংলায় তেমন প্রচলিত নয়, কিন্তু এখানে National Capital Territory-এর বঙ্গানুবাদ "জাতীয় রাজধানী অঞ্চল" না করে "জাতীয় রাজধানী রাজ্যক্ষেত্র" করলে বৃহত্তর জাতীয় রাজধানী অঞ্চলের (National Capital Region) সঙ্গে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ১৩:৩৮, ১৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
- গুগল অনুবাদ অনুযায়ী territory-এর সম্ভাব্য বঙ্গানুবাদ হচ্ছে এলাকা, অঞ্চল, রাজ্যক্ষেত্র, ক্ষেত্র, স্থান ইত্যাদি। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ১৩:৪২, ১৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
- সংবিধানের অনুচ্ছেদ ২৩৯কক-তে লেখা আছে, ""সংবিধান (ঊনসত্তরতম সংশোধন) আইন , ১৯৯১" প্রারম্ভের তারিখ হইতে দিল্লীর সংঘশাসিত রাজ্যক্ষেত্র [কেন্দ্রশাসিত অঞ্চল] দিল্লীর জাতীয় রাজধানী রাজ্যক্ষেত্র (অতঃপর এই ভাগে জাতীয় রাজধানী রাজ্যক্ষেত্র বলিয়া উল্লিখিত) নামে অভিহিত হইবে।" এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ১৩:৪৯, ১৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)