আলাপ:তিরানা

সাম্প্রতিক মন্তব্য: মোহাম্মদ হাসানুর রশিদ কর্তৃক ১ বছর পূর্বে "পর্যালোচনা" অনুচ্ছেদে

পর্যালোচনা

সম্পাদনা

সুপ্রিয়, @The Piash অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নেওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনার জমাদানকৃত নিবন্ধে বেশ কিছু ত্রুটি থাকায় নিবন্ধটি এই মুহুর্তে গ্রহণ করতে পারছিনা। যেমন আপনার জমাদানকৃত নিবন্ধের বেশ কিছু অংশে অত্যধিক যান্ত্রিক অনুবাদ রয়ে গেছে, নিবন্ধের ভূমিকাংশের তথ্যছক হালনাগাদ করা হয়নি, কয়েকটি অনুচ্ছেদের তথ্যছক বাদ পড়েছে, একটি অনুচ্ছেদের শিরোনাম দিলেও অনুচ্ছেদটির অনুবাদ করেননি ও অনেক তথ্যসূত্র বাদ পড়েছে। আলবেনিয়ান, পার্ক শব্দের পরিবর্তে আলবেনীয়, উদ্যান লিখুন, সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে HSH, INSTAT, RTSH, FIBA লেখার পরিবর্তে এইচএসএইচ, ইন্সটাট, আরটিএসএইচ, ফিবা লিখুন। এসব ত্রুটি সংশোধন করে নিবন্ধটিকে সাবলীল ও বোধগম্য করে তুলুন এবং সংশোধনের পর আমাকে জানাবেন। –– মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ০১:০৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"তিরানা" পাতায় ফেরত যান।