আলাপ:তিমুর

সাম্প্রতিক মন্তব্য: খাঁ শুভেন্দু কর্তৃক ৬ বছর পূর্বে "অস্পষ্ট অনুবাদ" অনুচ্ছেদে

অস্পষ্ট অনুবাদ

সম্পাদনা

ব্যবহারকারী:খাঁ শুভেন্দু, নিবন্ধটির বেশকিছু স্থানে অনুবাদ বেশ ভালোরকম যান্ত্রিক হয়েছে। উদাহরণস্বরূপ ভূমিকাংশের শেষ লাইন নামটি "টাইমুর" এর একটি বৈকল্পিক, মলয়ের জন্য "পূর্ব"; এটি তথাকথিত কম সুনা দ্বীপপুঞ্জের পূর্ব দিকে অবস্থিত কিংবা উদ্ভিদ ও প্রাণিজগৎ অনুচ্ছেদে প্রাকৃতিক গাছপালা ঝোপঝাড় সহ লতাগুল্মের জঙ্গল সঙ্গে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য ছিল এবং একটি সমৃদ্ধ বন্যপ্রাণী সমর্থনকারী ঘাস এই অরণ্য ছিল (এরকম যান্ত্রিকতা আরো বেশকিছু জায়গায় রয়েছে) — আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, এই বাক্যগুলো কোনো অর্থ প্রকাশ করতে পারছে না। দয়া করে পুরো নিবন্ধটি একবার দেখুন, যান্ত্রিকতা দূর করুন, এবং আমাকে জানান। নিবন্ধটি পুনরায় পর্যালোচিত হবে। ধন্যবাদ। — অংকন (আলাপ) ০৫:২৯, ৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

অংকন নিবন্ধটি আমি সংশোধন করে দিয়েছি। একবার দেখার আনুরধ রইল। মনে হয় নিবন্ধটিতে আর কোন সমস্যা নেই। এবার নিবন্ধটি নিবন্ধ প্রতিযোগিতায় বিবেচিত হবে বলে আশা করছি। ধন্যবাদ। খাঁ শুভেন্দু (আলাপ) ০৯:৫৩, ৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
খাঁ শুভেন্দু, নিবন্ধটিতে বেশ কিছু জায়গায় আপনার সংশোধনের পরেও ভালোরকম যান্ত্রিকতা রয়ে গেছিল। নিবন্ধটি একবার পড়লেই বোঝা যায় এই বাক্যগুলো অর্থপ্রকাশ করতে পারছে না। আপনার বোঝার সুবিধার্থে এবারের মত আমি ঐ বাক্যগুলো সংশোধন করে যান্ত্রিকতা দূর করেছি। পরেরবার থেকে নিবন্ধ জমা দেওয়ার আগে নিজে নিবন্ধটি একবার সম্পূর্ণরূপে পড়ে নেবেন, আমার মনে হয় তাহলে নিজেই বুঝতে পারবেন কোন জায়গার সংশোধন প্রয়োজন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ০৮:১৮, ১২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
অংকন আমি চেষ্টা করবো। ধন্যবাধ। খাঁ শুভেন্দু (আলাপ) ১৭:৪০, ১২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
"তিমুর" পাতায় ফেরত যান।