আলাপ:চিন্তা
সাম্প্রতিক মন্তব্য: 103.122.250.47 কর্তৃক ৩ মাস আগে "চিন্তা এক ধরনের বিশেষ ধ্যান।" অনুচ্ছেদে
এই পাতাটি চিন্তা নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
এই নিবন্ধটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতা ২০১৭-এর অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। |
নিবন্ধ সম্পর্কে
সম্পাদনাসুধী, প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অাপনাকে ধন্যবাদ। দয়া করে নিবন্ধের ইংরেজি বাক্য ও শব্দগুলো বাংলা করুন। নিবন্ধটি সংশোধনের পর পুনরায় জমা দিতে হবে না। আমাকে বা এখানে জানালেই হবে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৪:৫০, ১৯ মার্চ ২০১৭ (ইউটিসি)
প্রিয়, আমি অনুবাদ করে দিয়েছি। অনুগ্রহ করে দেখে নিন অনুবাদ ঠিক আছে কিনা। যেসব রেফারেন্স বাংলা উইকিপিডিয়াতে যুক্ত নেই সেই রেফারেন্সগুলো আমি মুছে দিয়েছি। অন্য কোনো ত্রুটি থাকলে জানাবেন। ধন্যবাদ। Sourav Khoso (আলাপ) ১১:৩৪, ১৯ মার্চ ২০১৭ (ইউটিসি)
চিন্তা এক ধরনের বিশেষ ধ্যান।
সম্পাদনাচিন্তা এক ধরনের বিশেষ ধ্যান।যা সব প্রাণীর মধ্যেই থেকে থাকে (বিশেষ করে মানুষের বেশি থাকে)। চিন্তা বিশেষ ধরনের মানসিক চেতন শক্তি।