আলাপ:খালিদ বিন ওয়ালিদ

সাম্প্রতিক মন্তব্য: Abul Hasnat Hasib কর্তৃক ১ বছর পূর্বে "সেই পাতাতেই ছবি কিভাবে যোগ করব?" অনুচ্ছেদে

পাতা স্থানান্তর সংক্রান্ত

সম্পাদনা

@ওহিদ ভাই, আপনি সম্প্রদায়ের সাথে আলোচনা না করে প্রসিদ্ধ এই পাতাটি স্থানান্তর করেছেন। কারণগুলো উল্লেখ করলে উপকৃত হতাম। আর এই জাতীয় উল্লেখযোগ্য পাতা স্থানান্তরের পূর্বে সম্প্রদায়ের সাথে আলোচনা করে নেওয়া জরুরি।

আরেকটা বিষয়, বাংলায় খালিদ বিন ওয়ালিদ হিসেবেই তিনি বেশি প্রসিদ্ধ। শিরোনামের নীতিমালা অনুসারে এই নামটা থাকাই যথার্থ ছিল বলে মনে করি। -- ~ খাত্তাব , , ... ২৩:৫২, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@খাত্তাব হাসান: আন্তরিকভাবে দুঃখিত আলোচনা না করায়, খাত্তাব ভাই। আসলে তখন ভেবেছিলাম, যেহেতু, আরবিতে "বিন আল-..." থাকলে ইংরেজিতে "ইবনে আল-..." আর বাংলায় "ইবনুল" হয়। উদাহরণস্বরূপ, উমর ইবনুল খাত্তাবআবু উবাইদা ইবনুল জাররাহ দেখতে পারেন। এখন আমারও মনে হচ্ছে বাংলায় 'খালিদ বিন ওয়ালিদ'-টায় প্রচলিত এবং সঠিক, আমার পরিবর্তন করাটা ঠিক হয়নি। সুতরাং আমি বলে দিচ্ছি আগের নামে ফিরিয়ে আনার জন্য। ধন্যবাদ এ বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য। -- ওহিদ (আলাপ) ২০:৩৩, ২৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: ভাই, এইটি আগের নামে অর্থাৎ 'খালিদ বিন ওয়ালিদ' শিরোনামে ফিরিয়ে আনুন। ধন্যবাদ -- ওহিদ (আলাপ) ২০:৩৬, ২৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

তাঁর মৃত্যু সম্পর্কে একটি শিরোনাম কিভাবে যোগ করব

সম্পাদনা

যদি বলতেন তাঁর মৃত্যু নিয়ে নিচে শিরোনামযুক্ত পাতা কিভাবে তৈরি করব Abul Hasnat Hasib (আলাপ) ০৫:৩২, ৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Abul Hasnat Hasib আপনি যে স্থানে যোগ করতে চান তার ঠিক নিচে ==মৃত্যু== এভাবে যোগ করে দিন। তারপর মৃত্যু প্যারা তৈরি হওয়ার পর সেখানে সম্পাদনা করে তথ্য লিখতে পারবেন। মেহেদী আবেদীন ০৫:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সেই পাতাতেই ছবি কিভাবে যোগ করব?

সম্পাদনা

ছবি কিভাবে যোগ করব সেই শিরোনামের লেখার ভেতর? Abul Hasnat Hasib (আলাপ) ০৭:০৭, ৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"খালিদ বিন ওয়ালিদ" পাতায় ফেরত যান।