আলাপ:কোবাল্ট

সাম্প্রতিক মন্তব্য: Titon Saha Shuvo কর্তৃক ৫ বছর পূর্বে

== ছবি আপ্লোড/ছক তৈরি ==

ছবি এবং তালিকা https://en.wiki.x.io/wiki/Cobalt এই পাতার মতো কিভাবে আপলোড/তৈরি করবো বুঝতেছিনা। সাহায্য করুন... Shuvo (আলাপ) ০৮:৩৬, ২৪ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Titon Saha Shuvo:, নিবন্ধে তথ্যছক ও টেমপ্লেট যোগ করে দিয়েছি। ইংরেজি নিবন্ধের যেসব অংশে ছবিগুলো রয়েছে সেই অংশের '[[File:Kobalt 13g.jpg|thumb|A block of electrolytically refined cobalt (99.9% purity) cut from a large plate]]' কোডগুলো অনুলিপি করে বসিয়ে দিলেই হবে। ক্যাপশনটুকু অনুবাদ করে দিবেন। আর তথ্যসূত্রগুলো অর্থাৎ যেসব অংশে [১], [২], [৩] ... এমন যুক্ত করেছেন সেসব অংশে ইংরেজি নিবন্ধ থেকে <ref>....</ref> এমন অংশগুলো যোগ করে দিবেন। ধন্যবাদ।--ওয়াকিম (আলাপ) ১০:১০, ২৪ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে অসংখ্য ধন্যবাদ । আমি একদমই নতুন বলে কিছু কাজ করতে সমস্যা হচ্ছে। যেমন পরিচ্ছেদ গুলোতে আপনি লিংক করে দিলেন ঐকাজ টা করার চেষ্টা অ্নেকবার করেছিলাম। টেম্পলেট যুক্ত করার চেষ্টাও অনেকবার করেও পারলাম না। তথ্য সূত্র তো অবশ্যই যোগ করব। ঐটা করতে গিয়েও বোধহয় সমস্যা হবে। আর আমি বাকি সবগুলো পরিচ্ছেদও অনুবাদ করবো। আরো কিছুটা করে নিয়ে আবার এখানে যোগাযোগ করবো। সাহায্য করলে ৃতজ্ঞ থাকবো। আচ্ছা কোনো ভিডিও টিউটোরিয়াল কি আছে? Shuvo (আলাপ) ১০:২৬, ২৪ আগস্ট ২০১৯ (ইউটিসি)Shuvoউত্তর দিন

"কোবাল্ট" পাতায় ফেরত যান।