আলাপ:কালীপ্রসন্ন সিংহ
সাম্প্রতিক মন্তব্য: Jayantanth কর্তৃক ২ বছর পূর্বে "শিরোনাম" অনুচ্ছেদে
এই পাতাটি কালীপ্রসন্ন সিংহ নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
শিরোনাম
সম্পাদনাকালী প্রসন্ন সিংহ বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তাঁর পুরোনাম কালী প্রসন্ন সিংহ। [১] আপাতত একটি নির্ভরযোগ্য তথ্যসূত্র দেওয়া হয়েছে। তাঁর নামের পদবী সিংহ। কেনো কালী প্রসন্ন সিংবানিয়ে দেওয়া হলো বুঝলাম না। এছাড়া, এই পরিবর্তন কোনো উইকি এডমিনের দৃষ্টিগোচর হয় নি? এটা কেমন কথা। কালী প্রসন্ন সিং- কে কালী প্রসন্ন সিংহ-এ ফিরিয়ে নেওয়ার জন্য জোরদাবি জানাচ্ছি। ধন্যবাদ।— ষাগর চক্রবর্তী (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @ষাগর চক্রবর্তী: করা হয়েছে। --জয়ন্ত (আলাপ - অবদান) ১৭:৫৭, ৮ অক্টোবর ২০২২ (ইউটিসি)