আলাপ:কম্পিউটার
এই পাতাটি কম্পিউটার নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
লেখার স্টাইল
সম্পাদনারাগীব ভাই আমার আর্টিকল পুরাটাই তো দিলেন উড়ায়ে... আমার বিনীত মতামতে ইনফরমাল বলার ভংগীই শুধুমাত্র এই উইকি টাকে ইউজফুল করতে পারে। কারণ ভেবে দেখেন ইংলিশ টার মত বা এমনকি হিব্রুটার মত রিচ হয়ে ওঠারও তেমন একটা সম্ভাবনা নেই এটার। নিরস টু দ্য পয়েন্ট আর্টিকল এর থেকে আমি ব্যক্তিগতভাবে টিউটরিয়াল স্টাইলের লেখাই প্রেফার করব। (প্লীজ আমার বাংলায় ইংলিশ লেখার অভ্যাসটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।) --ইমাম তাশদীদ উল আলম 17:18, ১৬ এপ্রিল ২০০৬ (ইউটিসি)
- আসলে বিশ্বকোষতো আর পত্রিকার প্রবন্ধ না, কাজেই informal ভাবে এখানে লেখা সম্ভব না। এখানে লিখতে গেলে তথ্য, এবং আনুষঙ্গিক reference ব্যবহার করেই লিখতে হবে। ব্যক্তিগত টিউটোরিয়াল স্টাইলটা এখানে প্রযোজ্য না। উদাহরণ হিসাবে ইংরেজী উইকিপিডিয়া দেখুন। Turkish উইকিপিডিয়াতে যদি ১০,০০০ এর বেশী নিবন্ধ থাকতে পারে, তাহলে বাংলাতে না থাকার কোনোই কারণ নেই। বিশ্বকোষ লিখলেই যে নিরস হবে তা ঠিক না। বিশ্বকোষের দায়িত্ব তথ্য পরিবেশন করা, গল্প করা তো না। তথ্যকে তথ্যের মতো করে পেশ করতে হবে। নাহলে এটা ব্লগে পরিণত হবে। এই ব্যপারটা কিন্তু উইকিপিডিয়ার শুরু থেকেই প্রচলিত আছে। তাই তথ্যকে বিশ্বকোষের মতো করে লিখুন। ধন্যবাদ। --Ragib 17:42, ১৬ এপ্রিল ২০০৬ (ইউটিসি)
- উচ্ছ্বাস, how about this? আপনি আপনার যত informal চিন্তাভাবনা আলাপ পাতায় note হিসেবে রেখে দিতে পারেন, কেউ কিছু মনে করবে না। পরে সেগুলো আপনি বা অন্যরা বিশ্বকোষের ভাষায় আসল নিবন্ধে তুলে দেবে। এভাবে আপনার creativity আর prolificness-এর সাথে বিশ্বকোষের লেখার style-এর সংঘাত এড়ানো যাবে। --- অর্ণব 20:09, ১৬ এপ্রিল ২০০৬ (ইউটিসি)
- আচ্ছা, ধরে নিন কাজ হয়ে যাবে। --ইমাম তাশদীদ উল আলম 12:44, ১৭ এপ্রিল ২০০৬ (ইউটিসি)
- উচ্ছ্বাস, how about this? আপনি আপনার যত informal চিন্তাভাবনা আলাপ পাতায় note হিসেবে রেখে দিতে পারেন, কেউ কিছু মনে করবে না। পরে সেগুলো আপনি বা অন্যরা বিশ্বকোষের ভাষায় আসল নিবন্ধে তুলে দেবে। এভাবে আপনার creativity আর prolificness-এর সাথে বিশ্বকোষের লেখার style-এর সংঘাত এড়ানো যাবে। --- অর্ণব 20:09, ১৬ এপ্রিল ২০০৬ (ইউটিসি)
আমার মনে হয় খুব বেশি ফরমাল জিনিস খুব দূবোর্ধ্য হয়ে যাবে, যেটা বাংলা উইকিকে ব্যবহার অনুপযোগী করে দেবে। আমি বুঝতে পারছি না, কেন একটা এনসাইক্লোপিডিয়াতে 'যন্ত্রগনক' ধরণের একটা ভীষণ অপ্রচলিত শব্দ ব্যবহার হতে পারে?
অ.আ. ১১:১৪, ১৫ অক্টোবর ২০০৮ (ইউটিসি) অ.আ.
মতামত
সম্পাদনাআসলে কম্পিউটার সমন্ধে আমরা আরও বিস্তারিত জানতে চাই, আরো বিস্তারিত লেখা থাকলে আরো ভালো হোতো, অনেক উপকার হতো- যাযাবরঃ ধানমন্ডি, ঢাকা, ৮;৪০।১৯,৭,২০১২
বিজ্ঞাপন প্রসঙ্গে
সম্পাদনাআই.পি. নং (119.30.39.57) এই নিবন্ধে নিজের কম্পিউটারের দোকানের অনেকগুলো বিজ্ঞাপন যোগ করেছেন। এছাড়া গাঁজা নিবন্ধে সুত্র ব্যতিরেকে উল্লেখ করেছিলেন গাঁজা খেলে আয়ুস্কাল বাড়ে। কিছু সময়ের জন্য এই IP ব্লক করা প্রয়োজন। শিক্ষা হওয়া দরকার।রাহাত (আলাপ) ০৯:৫৪, ৬ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)
কম্পিউটার
সম্পাদনাকম্পিউটার সম্পর্কে আরে কিছু তথ্য ভালে হত,,,
কম্পিউটার সম্পর্কিত পরিভাষা
সম্পাদনা
এই সাহায্যের আবেদনটির উত্তর প্রদান করা হয়েছে। আপনার যদি আরও সাহায্যের প্রয়োজন হয়, তবে , অথবা আপনি সাহায্যকারী ব্যবহারকারীর আলাপ পাতায় সরাসরি প্রশ্ন করতে পারেন। |
বাংলায় সংগণক সম্পর্কে লিখতে গেলে প্রচুর পরিভাষার দরকার। শুধু ইংরেজি শব্দটিকে বাংলা হরফে লিখে দিলে চলবে না৷ আমাদেরকে সংগণক সম্পর্কিত প্রবন্ধ ও পুস্তক, শব্দকোশ আর উভয় বাংলার ভাষা আকাদেমি থেকে প্রকাশিত (এখন কি আর বাংলায় নতুন পারিভাষিক শব্দ তৈরির চেষ্টা চলছে?) নতুন পারিভাষিক শব্দতালিকা থেকে শব্দ নিয়ে ব্যবহার করতে হবে। এ বিষয়ে আপনাদের কি মত? Smlckz (আলাপ) ১০:৫২, ১৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Smlckz বিভিন্ন মাধ্যমে বাংলায় নতুন পারিভাষিক শব্দ তৈরির চেষ্টা চলছে হয়তো। তবে উইকিপিডিয়া নতুন কোন পারিভাষিক শব্দ তৈরির চেষ্টা করেনা, কেবল প্রচলিত শব্দগুলো ব্যবহার করে। পারিভাষিক শব্দ নিয়ে আমাদের বেশ কিছু তালিকা আছে, চাইলে সেগুলো সমৃদ্ধ করতে পারেন। ধন্যবাদ আপনাকে। --Aishik Rehman (আলাপ) ১৮:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- আপনারা কি এইরকম কোনো প্রচেষ্টা সম্পর্কে অবহিত আছেন? ঐ ধরনের তালিকা সমৃদ্ধ করার মতো আমার জানা কোনো তথ্যসূত্র নেই। সুদীপ্ত (আলাপ) ০৪:২৩, ১৯ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Smlckz পরিভাষা নামে একটি সক্রিয় দল আছে ফেসবুকে যারা পরিভাষা তৈরিতে কাজ করেন, তাদের সাথে যুক্ত হতে পারেন। -- Aishik Rehman ১২:১৫, ৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- আপনারা কি এইরকম কোনো প্রচেষ্টা সম্পর্কে অবহিত আছেন? ঐ ধরনের তালিকা সমৃদ্ধ করার মতো আমার জানা কোনো তথ্যসূত্র নেই। সুদীপ্ত (আলাপ) ০৪:২৩, ১৯ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
Twsip Hossain
সম্পাদনাTwsip Hossain and
2404:1C40:D5:CA5E:DC2D:742D:4CB5:911A (আলাপ) ১৩:২৬, ১০ মার্চ ২০২৪ (ইউটিসি)