আলাপ:শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার
এই পাতাটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
সেরা ছবি?
সম্পাদনামূল পুরস্কারে Motion Picture কথাটা আছে, যার বাংলা চলচ্চিত্র, এবং পত্র-পত্রিকায়ও এটি-ই ব্যবহৃত হয়, তাই এটি কী একাডেমি পুরস্কার (সেরা চলচ্চিত্র) হওয়ার কথা নয়? এখানে আরেকটা কথা, পুরস্কারের নামগুলো সচারচর ভারিক্কী হয়, তাই পত্রপত্রিকায় লিখনপূর্বক ও এই সাথে স্ট্যান্ডার্ড বাংলার জন্য একাডেমি পুরস্কার (শ্রেষ্ঠ পরিচালক) হবার দাবি রাখে, কারণ—
- Better = সেরা
- Best = শ্রেষ্ঠ
তাই না? আর মূল পুরস্কারে তো Best-ই আছে....।— তানভির • আলাপ ↑ অবদান ↓ ০৮:৫০, ২১ অক্টোবর ২০০৯ (ইউটিসি)
- শ্রেষ্ঠই তো দেখে এসেছি। এখানে আপনারা করছেন সেরা। আমি শ্রেষ্ঠরই পক্ষে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৫৪, ২১ অক্টোবর ২০০৯ (ইউটিসি)
- আমিও আপনার মতোই এস এটি দেখছি। আমি এসে একাডেমি পুরস্কার নিবন্ধে তৈরি লিঙ্কগুলো দেখি সব সেরা দিয়ে করা। নতুন লিঙ্ক তৈরি না করে ওগুলোই লেখা শুরু করলাম। বিষয়শ্রেণী তৈরির ক্ষেত্রে আগের জনের ওপর আস্থা রেখে সেরা-ই রাখলাম। এসব সম্ভবত আমার উইকিতে আসার ১/২ সপ্তাহের মধ্যের ঘটনা, তখনো সাহসী হতে পারি নি। আর আলাপ পাতা ব্যবহারটাও আয়ত্ত্ব করে উঠিনি। আচ্ছা, অন্যদের আর কিছু মত পেয়ে নি-ই....। — তানভির • আলাপ ↑ অবদান ↓ ০৯:০৩, ২১ অক্টোবর ২০০৯ (ইউটিসি)
- সেরা=better আর শ্রেষ্ঠ=best – এমন কথা কোনো অভিধানে আছে কি? যদি না থাকে তাহলে দুটিই চলতে পারে। আমার মনে হয়, সেরা কথাটি একটু হালকা চালে আর শ্রেষ্ঠ কথাটা একটু ভারী চালে ব্যবহার করা হয়, যেমন সেরা সত্যজিৎ বা জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা।
- জ্ঞানেন্দ্রমোহনের অভিধান (১৯৩৭) অনুসারে সেরা কথাটির ব্যুৎপত্তি সংস্কৃত শ্রেষ্ঠ থেকেই। আবার আকাদেমি বিদ্যার্থী অভিধান বলছে কথাটি এসেছে ফারসি সর্ থেকে যার বাংলা অর্থ “সবচেয়ে ভালো, সর্বোত্তম, শ্রেষ্ঠ”।
- ব্যক্তিগতভাবে আমার সেরা বা শ্রেষ্ঠ কোনোটিতেই আপত্তি নেই। নিবন্ধ রচনার প্রেক্ষিতে যেটি দৃষ্টিনন্দন বা শ্রুতিমধুর মনে হবে, সেটাই ব্যবহার করা উচিত। --অর্ণব দত্ত (talk) ১৪:৫৩, ২১ অক্টোবর ২০০৯ (ইউটিসি)
- জ্ঞানেন্দ্রমোহনের অভিধান (১৯৩৭) অনুসারে সেরা কথাটির ব্যুৎপত্তি সংস্কৃত শ্রেষ্ঠ থেকেই। আবার আকাদেমি বিদ্যার্থী অভিধান বলছে কথাটি এসেছে ফারসি সর্ থেকে যার বাংলা অর্থ “সবচেয়ে ভালো, সর্বোত্তম, শ্রেষ্ঠ”।
বাংলা একাডেমী'র অভিধানে সরাসরি better এর কোনো অর্থ দেওয়া নেই। যা বলা হয়েছে, তা হচ্ছে বেটার-এর অর্থ good ও best এর মাঝামাঝি। good এখানে positive, better হচ্ছে comparative আর best হচ্ছে superlative। আর good = ভালো, আর best = "সর্বোত্তম", "সর্বোৎকৃষ্ট", "সবচেয়ে ভালো", "সবচেয়ে সেরা" দেওয়া আছে। এসব কিছু আমার মতে better = সেরা, আর best = শ্রেষ্ঠ-এর দিকেই নির্দেশ করছে। আর মূল ইংরেজি শব্দটা যে, best -তা তো আগেই বলেছি। তাই শ্রেষ্ঠ পরিচালকের দিকেই আমার মত। — তানভির • আলাপ ↑ অবদান ↓ ১৫:২৮, ২১ অক্টোবর ২০০৯ (ইউটিসি)
- সরি শ্রেষ্ঠ চলচ্চিত্র- এভাবে যেসব স্থানে সেরা আছে। — তানভির • আলাপ ↑ অবদান ↓ ১৫:৩০, ২১ অক্টোবর ২০০৯ (ইউটিসি)
আমার ধারণা সেরা = শ্রেষ্ঠ =best। সেরা শব্দটা শ্রেষ্ঠ থেকে এসেচে। শ্রেষ্ঠতর better ও শ্রেষ্ঠতম= best হয়্তো থাকতেও পারে--সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৯:৩১, ২১ অক্টোবর ২০০৯ (ইউটিসি)
- একটু গুগল সার্চ করে দেখলাম। প্রথম আলো ব্যবহার করেছে সেরা, আনন্দবাজার শ্রেষ্ঠ। আর দুজনেই ব্যবহার করেছে ছবি। কিন্তু এটা চলচ্চিত্র হওয়া উচিত এবং শ্রেয়, কারণ:
- আক্ষরিক অর্থ চলচ্চিত্রকে সাপোর্ট করে।
- চলচ্চিত্র শব্দটি কনফিউশন এড়াবে কারণ, ছবির বা আলোকচিত্রের জন্যও পুরস্কার আছে, আর এটা সিনেমাতেও আছে।
- চলচ্চিত্র প্রচলিত শব্দ এটা দিলে যে কেউ বুঝবেন না এমন নয়, বরং স্পষ্টভাবেই বুঝবেন।
- সর্বশেষ এটি অভিধানে সরাসরি আছে (বাংলা একাডেমী'র অভিধান)।
- ব্যপারটা একটু নিশ্চিত হওয়া জরুরী কারণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে শ্রেষ্ঠ ও সেরা দুই নামেই বিষয়শ্রেণী তৈরি হয়েছে। বিষয়শ্রেণী:শ্রেষ্ঠ চলচ্চিত্র অস্কার পুরস্কার বিজয়ী চলচ্চিত্র আর বিষয়শ্রেণী:একাডেমি পুরস্কার (সেরা অভিনেত্রী)। কনফিউশন এড়াতে তাই একটা ব্যবহার জরুরী। এখানে যা মনে হচ্ছে তাতে আমিসহ দুই জন শ্রেষ্ঠ'র পক্ষে, আর অর্ণবদার কোনোটার ব্যাপারে আপত্তি নাই, সম্ভবত সপ্তর্ষিদারও তাই। তবে কী শ্রেষ্ঠ দিয়েই বিষয়শ্রেণী তৈরি করা হবে? — তানভির • আলাপ ↑ অবদান ↓ ০২:৫০, ২২ অক্টোবর ২০০৯ (ইউটিসি)