আলাপ:উচ্চভূমি পূর্ব কুশিটীয় ভাষাসমূহ

সাম্প্রতিক মন্তব্য: Meghmollar2017 কর্তৃক ৩ বছর পূর্বে "নিবন্ধ প্রত্যাখ্যান বিষয়ে" অনুচ্ছেদে

নিবন্ধ প্রত্যাখ্যান বিষয়ে

সম্পাদনা

@MdsShakil: ভাই, “প্রতিযোগিতার বিষয়বহির্ভূত হওয়ায়” অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১-এ আপনার জমাকৃত এই নিবন্ধটি প্রত্যাখ্যাত হয়েছে। দুইটি প্রতিযোগিতা একীভূত করে বর্তমান প্রতিযোগিতা শুরু করা হয়েছে, যাতে শুধুমাত্র “মানোন্নয়নকৃত” নিবন্ধসমূহ গৃহীত হবে। আপনি এই তালিকা থেকে কোনো নিবন্ধ বাছাই করে, তাতে কাজ করে পুনরায় জমা দিতে পারেন। আপনার কষ্ট-কৃত নিবন্ধ “ভুল বোঝাবুঝি”-জনিত কারণে প্রত্যাখ্যাত হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। — Meghmollar2017আলাপ০৯:১৮, ২১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Meghmollar2017: যতদূর জানি বা দেখেছি এইটা তালিকায় ছিল —শাকিল হোসেন আলাপ ০৯:২৫, ২১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil: না; এটা দ্বিতীয়টাতে ছিল। — Meghmollar2017আলাপ০৯:৩২, ২১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017: সেটা ১ম না ২য় কোনটায় ছিল বলতে পারলাম না তবে তালিকা দেখেই করা হয়েছিল। আর ব্যাপার নাহ এইটা   —শাকিল হোসেন আলাপ ০৯:৪৫, ২১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil: সেটি এই তালিকায় ছিল। — Meghmollar2017আলাপ০৯:৫৩, ২১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"উচ্চভূমি পূর্ব কুশিটীয় ভাষাসমূহ" পাতায় ফেরত যান।