আলাপ:ইবোলা ভাইরাসজনিত রোগ

সাম্প্রতিক মন্তব্য: Aftab1995 কর্তৃক ১০ বছর পূর্বে "নাম পরিবর্তনের অনুরোধ" অনুচ্ছেদে

নাম পরিবর্তনের অনুরোধ

সম্পাদনা

এই নিবন্ধটি en:Ebola virus disease-এর অনুবাদ বলে মনে হচ্ছে। অথচ নিবন্ধের নাম দেয়া হয়েছে অন্য আরেকটি নিবন্ধের নামে (en:Ebola virus)। দুটি নিবন্ধের বিষয়বস্ত এক নয়। একটিতে এই রোগের কারণ, কিভাবে ছড়ায় এগুলি দেয়া আরেকটিতে ভাইরাসে গঠন এই সম্পর্কিত বিষয় দেয়া। তাই এই নিবন্ধের নাম পরিবর্তন করে ইবোলা ভাইরাস অসুখ, ইবোলা ভাইরাস রোগ যে কোন এক নামে স্থানান্তরের অনুরোধ করছি। --Aftab1995 (আলাপ) ১৫:৪০, ১৭ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ আফতাব আপনাকে। সার্চ দিয়েছিলাম (en:Ebola Virus) (বড় ’ভি’); কিন্তু আপনি দিলেন ছোট ’ভি’ (en:Ebola virus)। বিষয়টি অনাকাঙ্খিত ও অনিচ্ছাকৃত। রি-ডাইরেক্ট করে নিয়ে গেলো en:Ebola virus disease-এ। পরিচিত শব্দ ছিল ইবোলা ভাইরাস; কিন্তু একই ধরনের নাম থাকায় এবং ভিন্ন ভিন্ন নিবন্ধ থাকায় en:Ebolavirus স্থানান্তর করতে হচ্ছে ও বর্তমান নামকরণটি মুছে ফেলতে হচ্ছে। - Suvray ১৬:১৩, ১৭ আগস্ট ২০১৪ (ইউটিসি)
"ইবোলা ভাইরাসজনিত রোগ" পাতায় ফেরত যান।