আল-আজহার মসজিদ নিবন্ধটি ভালো নিবন্ধের জন্য মনোনীত হয়েছিল; কিন্তু সে সময়ে এটি ভালো নিবন্ধের মানদণ্ড সম্পূর্ণরূপে পূরণ করতে পারে নি। নিচে নিবন্ধটির উন্নয়নের ব্যাপারে কিছু পরামর্শ থাকতে পারে। এসব সমস্যা নিরসন হলে নিবন্ধটি পুনঃমনোয়ন করা যেতে পারে। সম্পাদক যদি মনে করেন যে নিবন্ধটি সঠিকভাবে মূল্যায়িত হয়নি, তবে তিনি পুনর্মূল্যায়নের আবেদন করতে পারেন।
সর্বশেষ মন্তব্য: ৩ বছর পূর্বে৩টি মন্তব্য২ জন ব্যক্তি মন্তব্য করেছেন
দয়া করে, কেউ এই নিবন্ধটিতে কোন পরিবর্তন করবেন না, যতক্ষণ না আমার পুরো সম্পাদনা সম্পূর্ণ হয়। কারণ এই নিবন্ধটির উৎসগুলিতে এছাড়াও লেখায় অনেক ভুল আছে (যা আমি এক এক করে ঠিক করছি)। যদি আপনি সম্পাদনা করতে চান, তাহলে প্রথমে এই আলাপ পাতায় ব্যাখ্যা করেন ও আমায় ট্যাগ করে বলেন। যদি আলাপ পাতায় আলোচনা না করে, কোন রকমের পরিবর্তন করেন, তাহলে আমার সম্পূর্ণ পরিকল্পনায় বিঘ্নিত ঘটবে, যা একদমই ঠিক নয়। ধন্যবাদ ~ ওহিদ (আলাপ) ১১:৩০, ২ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন