আলাপ:আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডসমূহের তালিকা

সাম্প্রতিক মন্তব্য: সাজিদ রেজা করিম কর্তৃক ৯ বছর পূর্বে "ভালো তালিকা হওয়া উচিত" অনুচ্ছেদে

কোনো বিষয় দেয়া হয় নি। অনুগ্রহপূর্বক টেমপ্লেটটি এভাবে ব্যবহার করুন: {{subst:GAR|1=<আপনার বিষয়>}}


ভালো নিবন্ধ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডসমূহের তালিকা গণিতবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন।
আগস্ট ২১, ২০২৫ প্রস্তাবিত ভাল নিবন্ধ তালিকাভুক্ত

উইকিফাই

সম্পাদনা

অংকন, নিবন্ধটিতে বেশ কিছু শব্দতে দেখছি ভুলভাবে উইকিলিঙ্ক দেয়া হয়েছে। অর্থাৎ, ওয়ারশ চুক্তিতে - এরকমটা হবে না, হবে এরকম: ওয়ারশ চুক্তিতে। বহিঃসংযোগে একটা লিঙ্ককে অকার্যকর দেখাচ্ছে - এটা ঠিক কর। বিষয়শ্রেণীগুলা তৈরি করে ফেলো (মানে যাতে লাল না থাকে)। আর, তুমি লাল লিঙ্কগুলাকে নীল করতে থাকো (সবগুলাই এখন নীল করতে হবে এমন না), এটা যদিও ভাল নিবন্ধ হিসেবে নির্বাচিত হওয়ার পূর্বশর্ত না, তবে নির্বাচিত নিবন্ধ হতে গেলে নিবন্ধে কোন লাল লিঙ্ক থাকা যাবে না।  – তানভির (আলাপ) ০৯:০৫, ১৫ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ তানভীর ভাই। আমি দ্রুতই আপনার পরামর্শমত অন্যান্য কাজ শেষ করব। লাল লিঙ্কগুলোকেও নীল করা হবে। --অংকন (আলাপ) ০৯:১৬, ১৫ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
তানভীর ভাই, বিষয়শ্রেণী+বহিঃসংযোগ+উইকিলিঙ্ক - ঠিক   করা হয়েছে। আবারও পর্যালোচনাপূর্বক ফলাফল অথবা পরামর্শ কাম্য। অগ্রীম ধন্যবাদ রইল! --অংকন (আলাপ) ০৭:২৩, ২১ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধের পর্যালোচনা

সম্পাদনা
ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী বিবেচিত হয়না সেগুলো সম্পর্কে জানুন)

পর্যালোচক:  – তানভির (আলাপ) ১০:১১, ২১ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

  1. সুলিখিত
    ক) গদ্য:  
    খ) রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি:  
    উত্তীর্ণ
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) তথ্যসূত্র:  
    খ)নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে:  
    গ) মৌলিক গবেষণা:  
    ঘ) তথ্যসূত্র হালনাগাদ করা হয়েছে:  
    উত্তীর্ণ
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) প্রধান বিষয়:  
    খ) মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা:  
    উত্তীর্ণ
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:  
    উত্তীর্ণ
  5. স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ বা পরিবর্তনশীল হচ্ছে কিনা:  
    উত্তীর্ণ
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) সকল মুক্ত ছবি আছে কিনা: 
    বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা: 
    খ) ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা:  
    উত্তীর্ণ
  1. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:   উত্তীর্ণ

ভাল নিবন্ধ

সম্পাদনা

অভিনন্দন অংকন, ভাল নিবন্ধের মানদন্ড অনুসারে নিবন্ধটি ভাল নিবন্ধ হিসেবে উত্তীর্ণ হয়েছে :)  – তানভির (আলাপ) ১০:৩৩, ২১ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

তানভীর ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে!   --অংকন (আলাপ) ০৬:৫৫, ২২ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ভালো তালিকা হওয়া উচিত

সম্পাদনা

এটি কোন নিবন্ধ নয় বরং একটি তালিকা। ভালো নিবন্ধ না হওয়ার শর্ত অনুযায়ী কোন তালিকা ভালো নিবন্ধ হতে পারে না। তাই এটি ভালো নিবন্ধ না হয়ে ভালো তালিকার জন্য মনোনীত হওয়া উচিত।--সাজিদ রেজা করিম (আলাপ) ০৮:১৭, ৩ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

"আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডসমূহের তালিকা" পাতায় ফেরত যান।