আলাপ:আনুন্নাকি/ভালো নিবন্ধ ১

সাম্প্রতিক মন্তব্য: Mehediabedin কর্তৃক ১ বছর পূর্বে "ভালো নিবন্ধের পর্যালোচনা" অনুচ্ছেদে

ভালো নিবন্ধের পর্যালোচনা

সম্পাদনা

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: Mehediabedin (আলাপ · অবদান) ১৮:১৬, ১৮ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন


পর্যালোচকের কথা

সম্পাদনা

এটার পর্যালোচনার ভার আমি নিলাম। খুব শীঘ্রই পর্যালোচনা শুরু করবো। মেহেদী আবেদীন ১৮:১৬, ১৮ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সংশোধন প্রয়োজন

সম্পাদনা

@Jonoikobangali: এই গুরুত্বপূর্ণ নিবন্ধটি অনুবাদ করে ভালো নিবন্ধের জন্য মনোনয়ন করার জন্য ব্যক্তিগতভাবে ধন্যবাদ। আমার মনে হয়েছে প্রায় সবকিছু ঠিকঠাক আছে, তবে কিছু সম্পাদনা করতে হবে।

  1. অনেক জায়গায় বাক্যগঠন জটিল হয়ে গেছে৷ সেগুলো সরল করতে হবে।
  2. কিছু স্থানে ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে। সেগুলো বাংলা করতে হবে।
  3. কিছু কিছু ক্ষেত্রে এমন সব বাংলা শব্দ ব্যবহার করা হয়েছে যেগুলো অপ্রচলিত না হলেও বাক্যে ব্যবহারের ফলে সেই অংশগুলো বুঝতে অসুবিধা হচ্ছে। তাই এসব ক্ষেত্রে আপনাকে আরো সহজরত করে ব্যাখ্যা করতে হবে এবং সহজ শব্দ ব্যবহার করতে হবে।
  4. সূত্রগুলো বাংলা করে ফেলুন এবং গ্রন্থপঞ্জি অংশে অনূদিত শিরোনাম সহ বাকি প্যারামিটারগুলো বাংলা করে ফেলুন। ভাষা প্যারামিটার ব্যবহার করতে হবে।

আপাতত এগুলোই, সম্পাদনা হয়ে গেলে আমাকে জানান। মেহেদী আবেদীন ০৮:১৬, ১৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"আনুন্নাকি/ভালো নিবন্ধ ১" পাতায় ফেরত যান।