আলাপ:আত্মসংবৃতি
সাম্প্রতিক মন্তব্য: কুউ পুলক কর্তৃক ১ বছর পূর্বে "একটা টেমপ্লেট খুঁজছি" অনুচ্ছেদে
এই নিবন্ধটি ২০ ফেব্রুয়ারি ২০২১ তারিখে অপসারণের জন্য মনোনীত হয়েছিল। আলোচনার ফলাফল হিসাবে এটি দ্রুত রেখে দেয়া হল সিদ্ধান্ত হয়েছিল। |
এই পাতাটি আত্মসংবৃতি নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
- এই বাংলা পরিভাষার উৎস দিলে বাধিত হব।
- "পরিব্যাপক উন্নয়নমূলক ব্যাধি" pervasive developmental disorderএর খুব একটা ভালো অনুবাদ নয়। developmental = উন্নয়ন সংক্রান্ত বললে তাও কিছু মানে ছিল,উন্নয়ন-মুলক বললে বোঝাবে রোগটিতে উন্নয়ন হয়, মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হয় তা বোঝা যাবে না।
--সপ্তর্ষি(আলাপ | অবদান) ২৩:৩২, ২১ জুলাই ২০০৭ (ইউটিসি)
- আত্মসংবৃতি নামটি Students' Favourite Dictionary Eng. to Beng. to Eng. - Ashu Tosh Dev. থেকে নিয়েছি। অবশ্য এটিকে পরিভাষা বলা যায়না। কারণ এটি পরিভাষা গ্রন্থ নয়। কেবল অভিধান। কিন্তু কোন পরিভাষায়ও পাচ্ছিলাম না। এই নামটি গ্রহণ করা উচিত হবে কিনা তা নিয়ে মন্তব্য করুন। কারণ চিকিৎসা শাস্ত্রে এই পরিভাষা ব্যবহার করা হয়না। কিন্তু এটিও ঠিক যে চিকিৎসাবিজ্ঞানে বাংলা কোন নামই তেমন ব্যবহৃত হয়না। আর পরিব্যাপক উন্নয়নমূলক ব্যাধি নামটি বোধহয় ঠিক হয়নি। মনগড়া পরিভাষা। আমিই অবশ্য প্রথম লিখেছিলাম। যাহোক এটি পরিবর্তন করা যেতে পারে। -- মুহাম্মদ ১২:৪৫, ২২ জুলাই ২০০৭ (ইউটিসি)
একটা টেমপ্লেট খুঁজছি
সম্পাদনা@রিয়াজ জনাব, একটা টেমপ্লেট খুঁজছি যা নিবন্ধের শুরুতে দেখাবে যে অটিজম এখানে পুনর্নির্দেশিত হয়েছে। ইংরেজিতে দেখেছি আছে। কিন্তু এখন ঠিক খুঁজে পাচ্ছি না। আপনার কি জানা আছে। এমন টেমপ্লেট সম্পর্কে? -- কুউ পুলক ০৯:২০, ১৫ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @কুউ পুলক: টেমপ্লেট:পুনর্নির্দেশ এটা কিনা দেখুন। রিয়াজ (আলাপ) ১১:২৭, ১৫ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @Riaz জনাব, দুঃখিত। এটা না। আমি পেলে আপনাকে জানাব। ধন্যবাদ। -- কুউ পুলক ১১:৩১, ১৫ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @রিয়াজ আপনিতো ঠিক বলেছিলেন। টেমপ্লেটটা আমি পেয়েছি টেমপ্লেট:পুনর্নির্দেশ-পার্থক্য। এই পাতায় লাগিয়েছি দেখতে পারেন। -- কুউ পুলক ১৬:৪৩, ১৫ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @Riaz জনাব, দুঃখিত। এটা না। আমি পেলে আপনাকে জানাব। ধন্যবাদ। -- কুউ পুলক ১১:৩১, ১৫ আগস্ট ২০২৩ (ইউটিসি)