অণুজীব নিয়ে আলাদা article হওয়া উচিত। এটার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনো সম্পর্ক নাই। — Muntasir du (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

মুনতাসির, আপনিই তো এখানে page move করে আলাপ পাতাকে নিবন্ধে redirect করলেন। অণুজীব নিয়ে নিবন্ধ শুরু করতে হলে redirect করার কোন দরকার ছিল না। আমি পূর্বের লেখা সরিয়ে ইংরেজি উইকির সাথে লিঙ্কড blank নিবন্ধ এর জায়গা করে দিয়েছি, ওখানে যোগ করুন। আর মন্তব্য রাখার সময় ~~~~ এর মাধ্যমে আপনার সাক্ষর দিন। ধন্যবাদ। --Ragib ১৯:০৪, ৯ জুন ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

অণুজীব, জীবাণু, আর বীজাণুতে তফাত্ সামান্য। জীব(organism) + অণু(micro)= জীবাণু= microbe= অণুজীব= microorgnism

রোগের কারণ যে জীবাণু তা হল বীজাণু= pathogenic microbe/ bug

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২/নিবন্ধ পর্যালোচনা

সম্পাদনা

সুপ্রিয় @Muhammad Daud Hossain:, বাংলা উইকিপিডিয়ার অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতায় অংশ নেওয়ায় আপনাকে অভিনন্দন। এই নিবন্ধের বেশ কিছু জায়গায় যান্ত্রিক অনুবাদ পরিলক্ষিত হচ্ছে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী যান্ত্রিক অনুবাদ গ্রহণযোগ্য নয়। অনুগ্রহ করে নিবন্ধটি পুনরায় পর্যালোচনা করুন এবং আগামী ৩ দিনের মধ্যে প্রয়োজনীয় পরিমার্জন বা সংশোধন করুন। কোন জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় আমাকে করতে পারেন। মাসুম-আল-হাসান (আলাপ) ১৫:৫৩, ১২ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সুপ্রিয় @মাসুম-আল-হাসান (প্র) (প্র); আমি সম্পূর্ণ নিবন্ধটি পুনরায় পর্যালোচনা করেছি এবং প্রয়োজনীয় পরিমার্জন বা সংশোধন করেছি। যদিও এরপর কোনো ধরণের পরিমার্জন বা সংশোধন করা লাগে তবে আমাকে নির্দ্বিধায় জানাতে পারেন। যদি কোনো বাক্য আপনার দৃষ্টিগোচর হয়, প্রয়োজনে যদি অল্প কিছু পরিমার্জন বা সংশোধন করা লাগে তবে তা আপনি ঠিক করে দিলে কৃতজ্ঞ থাকব। Muhammad Daud Hossain (আলাপ) ১৪:০৩, ১৬ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"অণুজীব" পাতায় ফেরত যান।