আলহাজ্ব এম এ সালাম উচ্চ বিদ্যালয়

আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের উত্তর আগ্রাবাদের মুহুরীপাড়ায় অবস্থিত একটি উচ্চ বিদ্যালয়।[]

আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম উচ্চ বিদ্যালয়, চট্রগ্রাম
লাতিন: {{{2}}}
প্রাক্তন নাম
আলহাজ্ব এম.এ সালাম উচ্চ বিদ্যালয়
নীতিবাক্য
ধরনবেসরকারি মাধ্যমিক বিদ্যালয়
স্থাপিত৩ নভেম্বর ১৯৯৬; ২৭ বছর আগে (1996-11-03)
প্রতিষ্ঠাতাআলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম
ধর্মীয় অধিভুক্তি
ইসলাম সকল ধর্মেরপ্রতি শ্রদ্ধা
বৃত্তিদানসরকারি, মেধাবী
অধ্যক্ষশাহ্ আলম
অবস্থান,
২২°১৯′৫৯″ উত্তর ৯১°৪৮′০৮″ পূর্ব / ২২.৩৩৩০৯° উত্তর ৯১.৮০২১৭° পূর্ব / 22.33309; 91.80217
শিক্ষাঙ্গনশহর
পোশাকের রঙ     সাদা (শার্ট)
     কালো (প্যান্ট)
ক্রীড়াবিষয়কস্প্রিন্ট, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ
সংক্ষিপ্ত নামএম.এ সালাম স্কুল
অধিভুক্তি
ক্রীড়াবাস্কেটবল, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট
মানচিত্র
মানচিত্রে আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম উচ্চ বিদ্যালয়ের অবস্থান

পটভূমি

সম্পাদনা

আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম উচ্চ বিদ্যালয়

চট্টগ্রামের উত্তর আগ্রাবাদ মুহুরিপাড়ায় একটি সর্বসাধারণ পরিবারের সন্তানদের জন্য আলহাজ্ব আব্দুস সালাম প্রাথমিক বিদ্যালয় ও আলহাজ্ব আব্দুস সালাম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। চট্টগ্রামের উত্তর আগ্রাবাদ মুহুরীপাড়ার সুনামধন্য সালাম পরিবারের সন্তান আলহাজ্ব আব্দুস সালাম যা সকলের কাছে এম এ সালাম স্কুল নামে পরিচিত । বর্তমান সময়ে তার প্রতিষ্ঠিত বিদ্যালয় সুখ্যাতি অর্জন করেছে যার মধ্যে প্রাথমিক বিদ্যালয়টি সরকারি বিদ্যালয় মর্যাদা পেয়েছে এবং উচ্চ বিদ্যালয়টি এমপি ও ভুক্ত হয়েছে । গত ২০১৯ সালে করোনা পূর্ববর্তী কালে প্রায়ত চট্টগ্রাম ১০ আসনের মাননীয় সংসদ সদস্য ড: আলহাজ্ব আফছারুল আমীন .এমপি আলহাজ্ব আব্দুস সালাম উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক তথা এম এ সালাম বিদ্যালয় এর জন্য ছয়তলা দুইটি ভবনের এবং সুসজ্জিত মাঠ ও পাঠাগারসহ একটি কমপ্লেক্সের ভিত্তি প্রস্তুত স্থাপন করেন । এই সুবাদে এর কিছুদিন পরেই বিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্পাস স্থাপন করে সালাম পরিবারের আরেকটি প্রতিষ্ঠান সালাম নুর আদর্শ মহিলা মাদ্রাসা এখানে আলহাজ্ব আব্দুল সালাম উচ্চ বিদ্যালয় এর প্রশাসনিক কার্যক্রম এবং অস্থায়ী ক্যাম্পাস স্থাপন করা হয় । যা আজও সে জায়গায় বিদ্যমান ।

আরোও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Alhaj M A Salam High School - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৪