আলভী আহমেদ

বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক

আলভী আহমেদ একজন বাংলাদেশী পরিচালক, লেখক এবং অনুবাদক। তিনি বাংলাদেশী টেলিভিশন মিডিয়ায় প্রায় ১০০ এর কাছাকাছি ধারাবাহিক নাটক ও স্বল্পদৈর্ঘ্যের নাটক এবং চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার পরিচালিত চলচ্চিত্র ইউটার্ন ২০১৫ সালে দেশজুড়ে ৮০টির বেশি সিনেমা হলে মুক্তি পায়।[] তিনি প্রখ্যাত জাপানি কথাসাহিত্যিক হারুকি মুরাকামির কিছু গল্প ও উপন্যাস বাংলায় অনুবাদ করেছেন। এছাড়াও তার মৌলিক উপন্যাস জীবন অপেরা ২০২১ সালে প্রকাশিত হয়।

আলভী আহমেদ
জন্ম
আলভী আহমেদ

(1980-10-11) ১১ অক্টোবর ১৯৮০ (বয়স ৪৪)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ
শিক্ষাবি.এস.সি (তড়িৎ প্রকৌশল)
মাতৃশিক্ষায়তন
পেশাচলচ্চিত্র নির্মাতা, পরিচালক, লেখক ও অনুবাদক
কর্মজীবন২০০৫–বর্তমান
প্রতিষ্ঠান

শিক্ষা ও ব্যক্তিজীবন

সম্পাদনা

আলভী আহমেদ বরিশাল ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। শিক্ষাজীবনে তিনি আন্তক্যাডেট কলেজ সাহিত্য এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিতর্কে স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও বাংলাদেশ টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তার গৌরব অর্জন করেছিলেন। উচ্চমাধ্যমিক পরীক্ষায় সমগ্র বাংলাদেশের মধ্যে সম্মিলিত মেধা তালিকায় তার স্থান ছিল দ্বিতীয়। ২০০৫ সালে বাংলাদেশ প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ২০১৬ সালে তিনি জিনাত হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[]

কর্মজীবন

সম্পাদনা

২০০৫ সালে আলভী আহমেদ টেলিকম অপারেটর গ্রামীণফোনে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসাবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি চাকরি ছেড়ে দেন এবং সৃজনশীল পেশায় আত্মনিয়োগ করেন। তার পরিচালিত প্রথম টিভি নাটক স্টেশন একাত্তর ২০০৬ সালের ২৬ মার্চ আরটিভিতে প্রচারিত হয়। ২০০৬ সাল থেকে বর্তমান পর্যন্ত তিনি প্রায় ১০০টি ধারাবাহিক নাটক ও স্বল্পদৈর্ঘ্যের নাটক পরিচালনা করেছেন ও একাধিক পুরস্কার অর্জন করেছেন। তার পরিচালিত নাটকগুলো বাংলাদেশী টেলিভিশন মিডিয়াতে দর্শক নন্দিত হয়েছে। নাটক পরিচালনা করার পাশাপাশি তিনি কিছু বিদেশী লেখকের বই বিশেষত জাপানি কথাসাহিত্যিক হারুকি মুরাকামির কিছু বই অনুবাদ করেন।

চলচ্চিত্র

সম্পাদনা

২০১৫ সালে তার পরিচালিত ঢালিউড চলচ্চিত্র ইউটার্ন মুক্তি পায়।[][] সিনেমাটিতে মিশা সওদাগর, মৌটুসী বিশ্বাস, শহীদুজ্জামান সেলিম, শিপন মিত্র, ইরফান সাজ্জাদ, আইরিন সুলতানা অভিনয় করেছেন। চলচ্চিত্রটি সারা বাংলাদেশে ৮০টিরও বেশি হলে সিনেমাটি মুক্তি পায়।

তিনি প্রায় ১০০টি ধারাবাহিক ও স্বল্প দৈর্ঘ্যের নাটক পরিচালনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল- বাতাসে মুক্তির ঘ্রাণ,[] শূণ্য থেকে শুরু,[] ভ্যাগাবণ্ড,[] দ্য কর্পোরেট,[] ২৪৪১১৩৯ (বেলা বোস),[] নীল বোতাম,[১০] তহমিনার দিনযাপন,[১১][১২] প্যারালাল ইমেজ,[১৩] স্বপ্নের মত দিন[১৪] ইত্যাদি।

অনুবাদকৃত বই

সম্পাদনা
  • নরওয়েজিয়ান উড

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
ক্রমিক বছর পুরস্কারের নাম বিভাগ নাটক ফলাফল
০১ ২০০৮ ১১তম মেরিল-প্রথম আলো পুরস্কার সমালোচক পুরস্কার বিভাগে শ্রেষ্ঠ নাট্যকারের জন্য মনোনয়ন কুসুম ও মূর্খ মফিজের গল্প মনোনীত
০২ ২০০৮ ১০ম সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার শ্রেষ্ঠ নাট্য নির্দেশক পুরস্কার (ধারাবাহিক নাটক) আড্ডা বিজয়ী
০৩ ২০১১ ১৪তম মেরিল-প্রথম আলো পুরস্কার সমালোচক পুরস্কার বিভাগে শ্রেষ্ঠ নাট্যকার এবং শ্রেষ্ঠ নাট্য নির্দেশকের জন্য মনোনয়ন তহমিনার দিনযাপন মনোনীত[১১][১২]
০৪ ২০১২ আরটিভি স্টার অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ নাট্য নির্দেশক বিভাগে পুরস্কার ইলুউশন বিজয়ী
০৫ ২০১৫ আরটিভি স্টার অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ নাট্যকার বিভাগে পুরস্কার অদৃশ্য মানব বিজয়ী

চিত্রশালা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউটার্ন টু হিট সিনেমাস টুডে"। ঢাকা ট্রিবিউন। 
  2. "ওয়েডিং বেলস অল দ্যা ওয়ে"। ঢাকা ট্রিবিউন। 
  3. প্রতিবেদক, নিজস্ব। "আসছে 'ইউটার্ন'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৫ 
  4. "কেমন চলছে 'ইউটার্ন'"www.bhorerkagoj.com। ২০২০-০৯-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৫ 
  5. "বাতাসে মুক্তির ঘ্রাণে সেলিম-মৌ"www.prothom-alo.com। ২০২০-০৯-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৫ 
  6. প্রতিবেদক, নিজস্ব। "একজন মায়াবতী মিলি"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৫ 
  7. "Riaz, Mili and Prova team up for "Vagabond""দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৫ সেপ্টেম্বর ২০১৫। 
  8. ""The Corporate" on Desh TV"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৬-১০-০৮। ২০২০-০৯-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৫ 
  9. "Shared interest in both TV and theatre"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৭-১০-০৮। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৫ 
  10. "নীল বোতাম"www.prothom-alo.com। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২০ 
  11. "সমালোচকদের রায়ে মনোনীত যাঁরা"www.prothom-alo.com। ২০২০-০৯-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৫ 
  12. "বাইসাইকেল চালানো শেখা"www.prothom-alo.com। ২০২০-০৯-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৫ 
  13. প্রতিবেদক, নিজস্ব। "অভিনয়টা খুব মিস করি: শমী কায়সার"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৫ 
  14. "Mou and Kalyan in Shopner Moto Din"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৫ সেপ্টেম্বর ২০১৬। 

বহিঃসংযোগ

সম্পাদনা