আলবার্ট ওয়ার্ড

ইংরেজ ক্রিকেটার

আলবার্ট ওয়ার্ড (ইংরেজি: Albert Ward; জন্ম: ২১ নভেম্বর, ১৮৬৫ - মৃত্যু: ৬ জানুয়ারি, ১৯৩৯) ইয়র্কশায়ারের লিডসে জন্মগ্রহণকারী প্রথিতযশা ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। দলের পক্ষে সাত টেস্টে অংশগ্রহণ করেছেন। ১৮৮৯ থেকে ১৯০৪ সময়কালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ইয়র্কশায়ার[]ল্যাঙ্কাশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। ১৮৯০সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটার মনোনীত হন।[]

আলবার্ট ওয়ার্ড
১৮৯০-এ দশকে কাটিংরত আলবার্ট ওয়ার্ড
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
আলবার্ট ওয়ার্ড
জন্ম(১৮৬৫-১১-২১)২১ নভেম্বর ১৮৬৫
লিডস, ইয়র্কশায়ার, ইংল্যান্ড
মৃত্যু৬ জানুয়ারি ১৯৩৯(1939-01-06) (বয়স ৭৩)
হিটন, বোল্টন, ল্যাঙ্কাশায়ার, ইংল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহতাই স্লো
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৩৮৫
রানের সংখ্যা ৪৮৭ ১৭,৭৮৩
ব্যাটিং গড় ৩৭.৪৬ ৩০.০৮
১০০/৫০ ১/৩ ২৯/৮৭
সর্বোচ্চ রান ১১৭ ২১৯
বল করেছে ৫,০৩৬
উইকেট ৭১
বোলিং গড় - ৩৪.৮৩
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং - ৬/২৯
ক্যাচ/স্ট্যাম্পিং –/– ১৭২/–
উৎস: ক্রিকেটআর্কাইভ, ১৯ আগস্ট ২০১৭

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

লিডসের ওয়াটারলু এলাকায় ওয়ার্ডের জন্ম। ইয়র্কশায়ারের পক্ষে চার খেলায় অংশ নিয়েছেন তিনি। ১৮৮৬ সালে ব্রাডফোর্ড পার্ক এভিনিউতে মিডলসেক্সের বিপক্ষে তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। এ খেলাতেই তিনি তার ব্যক্তিগত সর্বোচ্চ ২২ রান তুলেছিলেন।[] ১৮৮৯ থেকে ১৯০৪ সময়কালে ৩৩০টি খেলায় অংশগ্রহণ করেন তিনি। ১৯০২ সালে আর্থিক সুবিধাগ্রহণের খেলায় ১৭৩৯ পাউন্ড লাভ করেন তিনি। নয়বার এক মৌসুমে সহস্রাধিক রান সংগ্রহ করেন। ১৯০০ সালে ১৫১১ রান তুলেন ৩৭.৭৭ গড়। প্রথম-শ্রেণীর ক্রিকেটে নিজস্ব সর্বোচ্চ ২১৯ রান করেন স্টডার্ট দলের সদস্যরূপে। ১৮৯৫ সালে অ্যাডিলেডে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে এ সংগ্রহটি গড়েন। টেস্টে সর্বোচ্চ ১১৭ রান তুলেন। ১৮৯৪ সালে সিডনিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে এ রান তুলেন তিনি।

শক্তিধর রক্ষণাত্মক ভঙ্গিমা সহযোগে ব্যাটিংয়ে উদ্বোধনে নামতেন। বলকে মোকাবেলা করতেন শক্তভাবে। কিন্তু বল আটকিয়ে খেলাতেই পছন্দ করতেন বেশি।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Warner, David (২০১১)। The Yorkshire County Cricket Club: 2011 Yearbook (113th সংস্করণ)। Ilkley, Yorkshire: Great Northern Books। পৃষ্ঠা 380। আইএসবিএন 978-1-905080-85-4 
  2. "Wisden Cricketers of the Year"। CricketArchive। সংগ্রহের তারিখ ২০০৯-০২-২১ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা