আলতাফ হোসেন (অধ্যাপক)
আলতাফ হোসেন (১৯৪৬ - ২০২০) একজন বাংলাদেশী শিক্ষাবিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি রাবির উপ-উপাচার্য এবং ১৯তম উপাচার্য ছিলেন।[১]
অধ্যাপক ড. আলতাফ হোসেন | |
---|---|
১৯তম উপাচার্য | |
রাজশাহী বিশ্ববিদ্যালয় | |
কাজের মেয়াদ ৫ জুন ২০০৫ – ১৫ মে ২০০৮ | |
পূর্বসূরী | ফাইসুল ইসলাম ফারুকী |
উত্তরসূরী | মামনুনুল কেরামত (ভারপ্রাপ্ত) |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৪৬ চাঁদলাই, সদর উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ |
মৃত্যু | নভেম্বর ২০২০ (বয়স ৭৩–৭৪) |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় অন্ধ্র বিশ্ববিদ্যালয়, ভারত |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
জন্ম
সম্পাদনাতিনি ১৯৪৬ সালে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চাঁদলাই গ্রামে জন্মগ্রহণ করেন।[২]
শিক্ষাজীবন
সম্পাদনাআলতাফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে এমএস এবং ভারতের অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্য থেকে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন তিনি।[২]
কর্মজীবন
সম্পাদনাবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ বিষয়ে কয়েক বছর শিক্ষকতা করার পর হোসেন ১৯৭৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক হন। ২০১১ সালে তিনি পূর্ণ অবসর গ্রহণ করেন।
দীর্ঘ কর্মজীবনে অনুষদের ডিন ও শিক্ষক সমিতির নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
আলতাফ হোসেন ১৯৯৪ সালের ২৭ আগস্ট থেকে ১৯৯৬ সালের ৭ অক্টোবর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ২০০৫ সালের ৫ জুন থেকে ২০০৮ সালের ১৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির ১৯তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[১][৩]
গবেষণাকর্ম
সম্পাদনাআলতাফ হোসেন পদ্মা নদীতে ঘড়িয়াল প্রজাতি সংরক্ষণের অন্যতম গবেষক হিসেবে সুপরিচিত।[৪]
মৃত্যু
সম্পাদনাতিনি ২০২০ সালের ৫ নভেম্বর রাজশাহী মহানগরের উপশহরে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "রাবির সাবেক উপাচার্য অধ্যাপক আলতাফ হোসেন আর নেই"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৫ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২১।
- ↑ ক খ "রাবির সাবেক উপাচার্য অধ্যাপক আলতাফ হোসেন আর নেই"। বাংলা ট্রিবিউন। ৫ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "রাবির সাবেক উপাচার্য অধ্যাপক আলতাফ হোসেনের ইন্তেকাল"। জাগোনিউজ২৪.কম। ৫ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২১।
- ↑ "রাবির সাবেক উপাচার্য আলতাফ হোসেন আর নেই"। সমকাল। ৫ নভেম্বর ২০২০। ২৫ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২১।