আর্নোড ভ্যান দুর্ন
ওলন্দাজ রাজনীতিবিদ
আর্নোড ভ্যান দুর্ন (ওলন্দাজ: Arnoud Van Doorn) একজন প্রাক্তন রাজনিতিবিদ যিনি গিয়ার্ট ওয়াইল্ডার্সের ইসলামবিরোধী রাজনৈতিক দল "ডাচ ফ্রিডম পার্টি (পিভিভি)"র সক্রিয় সদস্য ছিলেন| ওয়াইল্ডার্সের ইসলাম বিরোধী তথ্যচিত্র "ফিতনা"র পরিবেশনা ও বিপণনে তিনি সহায়তা করেছিলেন|[১] চলচ্চিত্রটির প্রতিক্রিয়ায় বিভিন্ন স্থানে মুসলিমদের চলমান প্রতিবাদ দেখে তিনি ইসলাম ধর্মের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং ২০১৩ সালে তিনি তার ইসলাম ধর্ম গ্রহণের কথা গণমাধ্যমে প্রকাশ করেন| একই বছর তিনি হজ্জ পালন করেন|[২] পরবর্তী বছর ২০১৪ তে তার অণুপ্রেরণায় তার বড় ছেলে ইসলাম গ্রহণ করেন|
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Arnoud van Doorn: from anti-Islamic film-maker to hajj pilgrim"। The Guardian UK। ২৩ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৪।
- ↑ "হজ্জ করলেন ইসলাম বিদ্বেষী ছায়াছবি 'ফিতনা'র পরিচালক"। ২৬ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৫।