আর্নস্ট অ্যাডলফ গুইলেমিন

আর্নস্ট অ্যাডলফ গুইলেমিন একজন মার্কিন তড়িৎ প্রকৌশলী এবং কম্পিউটার বিজ্ঞানী।

আর্নস্ট অ্যাডলফ গুইলেমিন
জন্ম(১৮৯৮-০৫-০৮)৮ মে ১৮৯৮
মৃত্যু১ এপ্রিল ১৯৭০(1970-04-01) (বয়স ৭১)
জাতীয়তাUnited States
মাতৃশিক্ষায়তনলুডউইগ ম্যাক্সিমিলান ইউনিভার্সিটি অব মিউনিখ, এমআইটি, ইউনিভার্সিটি অব উইসকনসিন, ম্যাডিসন
পুরস্কারআইইইই মেডেল অব অনার (১৯৬১)
IEEE James H. Mulligan, Jr. Education Medal (1962)
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহএমআইটি
ডক্টরাল উপদেষ্টাআর্নল্ড সমারফেল্ড
ডক্টরেট শিক্ষার্থীRobert Fano
Thomas Stockham
William Linvill
Samuel J. Mason[]

গুইলেমিন ১৮৯৮ সালে উইসকন্সিনের গুইলেমিন জন্মগ্রহণ করেন। তিনি তড়িৎ প্রকৌশলে ইউনিভার্সিটি অব উইসকনসিন, ম্যাডিসন থেকে ১৯২২ সালে ব্যাচেলর অব সায়েন্স এবং এমআইটি থেকে ১৯২৪ সালে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি লুডউইগ ম্যাক্সিমিলান ইউনিভার্সিটি অব মিউনিখ থেকে ১৯২৬ সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯২৮ সালে এমআইটি এর সহকারী অধ্যাপক নিযুক্ত হন। তিনি ১৯৩৬ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৪৪ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ১৯৬১ সালে আইইইই মেডেল অব অনার এবং ১৯৬২ সালে আইইইই জেমস এইচ মুলিগান জুনিয়র এডুকেশন মেডেল লাভ করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Mason, Samuel। "On the Logic of Feedback (Doctoral Thesis)"। Dspace@MIT। সংগ্রহের তারিখ ২০১২-০৬-১৫