আর্থ (১৯৯৮-এর চলচ্চিত্র)
চলচ্চিত্র
আর্থ (ইংরেজি: Earth, ভারতে মুক্তির নাম ১৯৪৭: আর্থ) ১৯৯৮ সালের কানাডিয়-ভারতীয় পর্যায় নাট্য চলচ্চিত্র। ১৯৪৭ সালের ভারত বিভাজন বিষয়ক বাপসি সিদ্ধর ১৯৯১ সালের ক্রেকিং ইন্ডিয়া (১৯৯১, ইউএস; ১৯৯২, ভারত; মূলত আইস ক্যান্ডি ম্যান হিসাবে প্রকাশিত, ১৯৮৮, ইউকে), নামের উপন্যাসের ওপর ভিত্তি করে দীপা মেহতার গল্প ও পরিচালনায় এই চলচ্চিত্রে অভিনয়ে ছিলেন, আমির খান, নন্দিতা দাস, রাহুল খান্না, এবং মাইয়া শেঠনা। আর্থ মেহেতার উপাদান ত্রয়ীর দ্বিতীয় চলচ্চিত্র, যেটি ফায়ার চলচ্চিত্রের পরের পর্ব এবং ওয়াটার (২০০৫) চলচ্চিত্রের আগের পর্ব। এটি শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার বিভাগে ভারতের প্রাতিষ্ঠানিক ভুক্তি ছিল।
১৯৪৭: আর্থ | |
---|---|
আর্থ | |
পরিচালক | দীপা মেহতা |
প্রযোজক |
|
কাহিনিকার | দীপা মেহতা |
শ্রেষ্ঠাংশে | |
বর্ণনাকারী | শাবানা আজমি |
সুরকার | এ. আর. রহমান |
চিত্রগ্রাহক | গাইলস্ নাটগেনস্ |
সম্পাদক | ব্যারি ফারেল |
মুক্তি |
|
স্থিতিকাল | ১০১ মিনিট |
দেশ |
|
ভাষা | ইংরেজি |
অভিনয়ে
সম্পাদনা- আমির খান - দিল নাভেজ, বরফ ক্যান্ডিওয়ালা
- নন্দিতা দাস - শান্তা, আয়া
- রাহুল খান্না - হাসান, ম্যাস্যুর
- মাইয়া শেঠনা - লেনি শেঠনা
- শাবানা আজমি - বৃদ্ধ লেনি, কথক
- কিটু গিদওয়ানি - বান্টি শেঠনা
- আরিফ জাকারিয়া - রুস্তম শেঠনা
- কুলভূষণ খারবান্দা - ইমাম দীন
- রাজেন্দ্র কুমার - শরণার্থী পুলিশ
- পবন মালহোত্রা - মাংসবিক্রেতা
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনা- এশিয়ান চলচ্চিত্র উৎসবে - শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার[১]
- ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পুরুষ অভিষেক পুরস্কার - রাহুল খান্না
- আর্থ ৭২তম একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ বিদেশী চলচ্চিত্র হিসেবে ভারতের ২০০০ সালের অফিসিয়াল এন্ট্রি ছিলো, তবে এএমপিএএস কর্তৃক চূড়ান্ত পাঁচ মনোনয়নের মধ্যে অন্তর্ভুক্ত ছিলো না।
সঙ্গীত
সম্পাদনা১৯৪৭: আর্থ | ||||
---|---|---|---|---|
কর্তৃক সাউন্ডট্র্যাক | ||||
মুক্তির তারিখ | ১৯৯৮, ভারত | |||
শব্দধারণের সময় | পঞ্চথন রেকর্ড ইন | |||
ঘরানা | চলচ্চিত্র সাউন্ডট্র্যাক | |||
সঙ্গীত প্রকাশনী | টি-সিরিজ | |||
প্রযোজক | এ. আর. রহমান | |||
এ. আর. রহমান কালক্রম | ||||
|
সকল গানের গীতিকার জাভেদ আখতার কর্তৃক এবং; সকল গানের সুরকার এ. আর. রহমান কর্তৃক।
নং. | শিরোনাম | গায়ক | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "বান্নো রানী" | সাধনা সরগম | |
২. | "ধীমি ধীমি" | হরিহরণ | |
৩. | "ঈশ্বর আল্লাহ" | অণুরাধা শ্রীরাম, সুজাতা মোহন | |
৪. | "রাত কি ডালডাল হ্যায়" | সুখবিন্দর সিং | |
৫. | "রুথ আ গায়ি রে" | সুখবিন্দর সিং | |
৬. | "ইয়ে জো জিন্দেগি হ্যায়" | শ্রীনিভাস, সুজাতা ত্রিবেদী | |
৭. | "ইয়ে জো জিন্দেগি হ্যায়" | শ্রীনিভাস, সুখবিন্দর সিং | |
৮. | "পিয়ানো থিম" (যন্ত্রসঙ্গীত) | ||
৯. | "থিম সঙ্গীত" (যন্ত্রসঙ্গীত) |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মেহেতার আর্থ এশিয়ান উৎসবে জয়ধ্বনি জেতে"। The Economic Times। cscsarchive.org। মার্চ ১১, ১৯৯৯। ২৫ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৫, ২০১১।
বহিঃসংযোগ
সম্পাদনা- অলমুভিতে আর্থ (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আর্থ (ইংরেজি)
- আলোসিনেতে আর্থ (ফরাসি)
- এলোনেটে আর্থ (ইংরেজি)
- ডেনিশ চলচ্চিত্র ডেটাবেজে আর্থ (ইংরেজি)
- বলিউড হাঙ্গামায় আর্থ (ইংরেজি)
- ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে আর্থ (ইংরেজি)
- মেটাক্রিটিকে আর্থ (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে আর্থ (ইংরেজি)
- রটেন টম্যাটোসে আর্থ (ইংরেজি)
- লেটারবক্সডে আর্থ (ইংরেজি)