আর্ট কার্নি

মার্কিন অভিনেতা

আর্থার উইলিয়াম ম্যাথু "আর্ট" কার্নি (ইংরেজি: Arthur William Matthew "Art" Carney; ৪ নভেম্বর ১৯১৮ - ৯ নভেম্বর ২০০৩) ছিলেন একজন মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা। তিনি চলচ্চিত্র, মঞ্চ, টেলিভিশন ও বেতারে কাজ করেছেন। তিনি সিটকম দ্য হানিমুনারস-এ রাফ ক্রেমডেন চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। তিনি হ্যারি অ্যান্ড টন্টো (১৯৭৪) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কারসেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[]

আর্ট কার্নি
Art Carney
১৯৫৯ সালে কার্নি
জন্ম
আর্থার উইলিয়াম ম্যাথু কার্নি

(১৯১৮-১১-০৪)৪ নভেম্বর ১৯১৮
মৃত্যু৯ নভেম্বর ২০০৩(2003-11-09) (বয়স ৮৫)
চেস্টার, কানেটিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিরিভারসাইড সেমেটারি, ওল্ড সেব্রুক, কানেটিকাট
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৩৯-১৯৯৩
দাম্পত্য সঙ্গীবারবারা আইজ্যাক (বি. ১৯৬৬; বিচ্ছেদ. ১৯৭৭)
জিন মেয়ার্স (বি. ১৯৪০; বিচ্ছেদ. ১৯৬৫)
জিন মেয়ার্স (বি. ১৯৮০; মৃ. ২০০৩)
সন্তান

টেলিভিশনে তিনি দ্য জ্যাকি গ্লিসন শো-এ অভিনয় করে ১৯৫৪, ১৯৫৫ ও ১৯৬৭ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে চারটি প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন এবং ১৯৫৭ ও ১৯৬৬ সালে আরও দুটি মনোনয়ন লাভ করেন। এছাড়া দ্য হানিমুনারস-এ অভিনয় করে ১৯৫৬ সালে ও টেরিবল জো মোরান-এ অভিনয় করে ১৯৮৪ সালে আরও দুটি এমি পুরস্কার অর্জন করেন এবং ক্যাথরিন-এর জন্য ১৯৭৬ সালে, দ্য ক্যাভানফস-এর জন্য ১৯৮৭ সালে এবং হোয়্যার পিজিয়ন্স গো টু ডাই মিনিধারাবাহিকে অভিনয় করে ১৯৯০ সালে আরও তিনটি এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[] লাস্ট অ্যাকশন হিরো (১৯৯৩) তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র।

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল
১৯৫৪ প্রাইমটাইম এমি পুরস্কার ধারাবাহিকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা দ্য জ্যাকি গ্লিসন শো বিজয়ী
১৯৫৫ নিয়মিত ধারাবাহিকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিজয়ী
১৯৫৬ ধারাবাহিকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা দ্য হানিমুনারস বিজয়ী
১৯৫৭ ধারাবাহিকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা দ্য জ্যাকি গ্লিসন শো মনোনীত
১৯৬৬ একক কাজের জন্য বিশেষ বিভাগ মনোনীত
১৯৬৭ বিজয়ী
১৯৬৮ বিজয়ী
১৯৭৪ একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা হ্যারি অ্যান্ড টন্টো বিজয়ী
গোল্ডেন গ্লোব পুরস্কার সেরা অভিনেতা - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র হ্যারি অ্যান্ড টন্টো বিজয়ী
১৯৭৬ প্রাইমটাইম এমি পুরস্কার হাস্যরসাত্মক বা নাট্যধর্মী বিশেষ অনুষ্ঠানে পার্শ্ব অভিনেতার সেরা একক অভিনয় ক্যাথরিন মনোনীত
১৯৮৪ সীমিত ধারাবাহিক বা বিশেষ অনুষ্ঠানে সেরা পার্শ্ব অভিনেতা টেরিবল জো মোরান বিজয়ী
১৯৮৭ হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেতা দ্য ক্যাভানাফস মনোনীত
১৯৯০ সীমিত ধারাবাহিক বা বিশেষ অনুষ্ঠানে সেরা মুখ্য অভিনেতা হোয়্যার পিজিয়ন্স গো টু ডাই মনোনীত

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সেভারো, রিচার্ড (১২ নভেম্বর ২০০৩)। "Art Carney, 85, Lauded 'Honeymooners' Actor, Dies"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. "Art Carney"এমিস (ইংরেজি ভাষায়)। টেলিভিশন একাডেমি। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা