আর্টিকেল ৩৭০ (চলচ্চিত্র)
২০২৪-এর হিন্দি ভাষার চলচ্চিত্র
আর্টিকেল ৩৭০ (ইংরেজি: Article 370) হলো ২০২৪ সালের একটি ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করছেন আদিত্য সুহাস জমভালে। চলচ্চিত্রটিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন যামী গৌতম ও প্রিয়ামণি। আদিত্য সুহাস জমভালে পরিচালিত এই চলচ্চিত্রটি অগ্নিগর্ভ কাশ্মীর উপত্যকার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত।[৪]
আর্টিকেল ৩৭০ | |
---|---|
পরিচালক | আদিত্য সুহাস জমভালে |
প্রযোজক | জ্যোতি দেশপাণ্ডে আদিত্য ধর লোকেশ ধর |
চিত্রনাট্যকার | আদিত্য ধর আদিত্য সুহাস জমভালে অর্জুন ধাওয়ান মোনাল ঠাকার |
কাহিনিকার | আদিত্য ধর মোনাল ঠাকার |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | শাশ্বত সচদেব |
চিত্রগ্রাহক | সিদ্ধার্থ দীনা ব্সনী |
সম্পাদক | শিবকুমার ভি. প্যানিকার |
প্রযোজনা কোম্পানি | বি৬২ স্টুডিওস |
পরিবেশক | জিও স্টুডিওস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫৮ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹২০ কোটি[২] |
আয় | ₹২০.৫৯ কোটি[৩] |
অভিনয়ে
সম্পাদনা- যামী গৌতম এনআইএ এজেন্ট জুনি হাকসার হিসেবে ইয়ামি গৌতম,শ্রীনগরের প্রাক্তন আইডি ফিল্ড অফিসার (ইনটেলিজেন্স ব্যুরোর উপর ভিত্তি করে)
- প্রিয়ামণি, জয়েন্ট সেক্রেটারি হিসেবে পিএমও রাজেশ্বরী স্বামীনাথন
- মোহন আগাসে, রাজ্যপাল জগমোহন পাতিল (জগমোহনের উপর ভিত্তি করে)
- কিরণ কারমারকার, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে (অমিত শাহের উপর ভিত্তি করে)
- অরুণ গোভিল, প্রধানমন্ত্রী হিসাবে (নরেন্দ্র মোদীর উপর ভিত্তি করে)
- রাজ জুটশি, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী সালাহউদ্দিন জালাল হিসেবে (ওমর আবদুল্লাহর উপর ভিত্তি করে)
- দিব্যা শেঠ শাহ, পরভিনা আন্দ্রাবি,সিএম হিসেবে দিব্যা শেঠ J&K পারভিনা আন্দ্রাবি (মেহবুবা মুফতির উপর ভিত্তি করে)
- রাজ অর্জুন, শ্রীনগরের আইডি স্টেশন চীফ খাওয়ার আলী (ইন্টেলিজেন্স ব্যুরোর উপর ভিত্তি করে)
- শিবম খাজুরিয়া, ডেপুটি কমান্ড্যান্ট সিআরপিএফ যশ চৌহান হিসাবে বৈভব তাতওয়াদি
- সৌমিত কৌল, ইয়াকুব শেখের চরিত্রে সুমিত কৌল (ইয়াসিন মালিকের উপর ভিত্তি করে)
- সঞ্জীব ঠাকুর, ওয়াসিম আব্বাসির চরিত্রে
- অশ্বিনী কৌল, জাকির নাইকু চরিত্রে
- অশ্বিনী কুমার, মাট্টুর চরিত্রে
- অসিত রেডিস, রোহিত থাপ্পার চরিত্রে
- রাজিব কুমার, শমসের আবদালি চরিত্রে
- সাবিয়া সাগর, নমিতা চতুর্বেদীর চরিত্রে
- মিথিল শাহ, সিদ্ধার্থের চরিত্রে
- বি শান্তনু, সহ-সভাপতি হিসাবে
- অজয় শঙ্কর, গৌরাঙ্গ সেনগুপ্ত চরিত্রে
- তোশির নালওয়াত, পা মহসিন চরিত্রে
- সুখিতা আইয়ার, অনুরাধা পট্টনায়েক চরিত্রে
- সন্দীপ চ্যাটার্জি,আইএসআই প্রধান হিসেবে সন্দীপ
- হাকসার জোন
- ইরাবতী হর্ষে,
আয়
সম্পাদনাবক্স অফিস
সম্পাদনা২৫ ফেব্রুয়ারী ২০২৪ পর্যন্ত, আর্টিকেল ৩৭০ ভারতে ₹১৮.১ কোটি (ইউএস$২.৩ মিলিয়ন), বিদেশে আরও ₹২.৪৯ কোটি (ইউএস$৩১০,০০০) আয় করেছে, বিশ্বব্যাপী মোট ₹২০.৫৯ কোটি (ইউএস$২.৬ মিলিয়ন)।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Aricle 370 (12A)"। British Board of Film Classification। ১৬ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "Article 370 Box Office Collection Day 1: Good Start To Yami Gautam-Priyamani's Political Drama"। English Jagran। ২৪ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "Article 370 Box Office"। Bollywood Hungama। ২৩ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "কুস্তিগির জন সিনার মুখে শাহরুখের রোমান্টিক গান! শুনে কী প্রতিক্রিয়া কিং খানের?"। সংবাদ প্রতিদিন। ২৫ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "Article 370 box office collection day 2: Yami Gautam-starrer is already ahead of The Kashmir Files, earns Rs 13.4 cr"। Tha indian expers। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে আর্টিকেল ৩৭০ (ইংরেজি)