আয়োনীয় সাগর ভূমধ্যসাগরের একটি অংশ। এটি গ্রিসআলবেনিয়াকে ইতালি এবং সিসিলি দ্বীপ থেকে পৃথক করেছে।[] আয়োনীয় সাগর ওত্রান্তো প্রণালীর মাধ্যমে উত্তরে আড্রিয়াটিক সাগরের সাথে যুক্ত। সাগরটির একটি অংশ ইতালির দক্ষিণ উপকূলে বেশ কিছু দূর গভীরে প্রবেশ করেছে, যার নাম তারান্তো উপসাগর। গ্রিসের কোরিন্থ উপসাগরটিও আয়োনীয় সাগরের অংশ।

মানচিত্রে আয়োনীয় সাগর

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ionian Sea | Islands, Location, Facts, Italy, & Map | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৮