আয়ারল্যান্ডের পরিবহন ব্যবস্থা
আয়ারল্যান্ডে বিভিন্ন সাম্প্রতিক সালের হিসাব অনুযায়ী ১৯৪৭ কিমি রেলপথ, ১,১৭,৩১৮ কিমি সড়কপথ (যার মধ্যে ৩২৫ কিমি মহাসড়ক), এবং ৭৫৩ কিমি দীর্ঘ জলপথ বিদ্যমান। ডাবলিন, শ্যানন ও কর্ক তিনটি প্রধান বিমানবন্দর। বাস ইরিয়ান নামের সরকারি বাস সংস্থা বহুল ব্যবহৃত। এছাড়াও আছে অনেক সমুদ্রবন্দর, যেমন ডাবলিন, কর্ক, বেলফাস্ট, ইত্যাদি।
আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের পরিবহন খাত রাজ্যের গ্রিনহাউস গ্যাস নির্গমনের ২১% জন্য দায়ী।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "What are Irelands greenhouse gas emissions ?"। EPA। ১৭ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬।