আয়কর
আয়কর বিশেষ অর্থে আয়ের উপর কর। সরকারি, বেসরকারি, নিবন্ধিত প্রতিষ্ঠান এর কর্মচারী এবং কর্মকর্তাদের উপর সাধারণত আয়কর আরোপ করা হয় বিধিসম্মত নিয়মে। আয়কর হচ্ছে সরকারি রাজস্ব বা আয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। সাধারণ অর্থে যাদের উপর কর আরোপ করা হয় তাদেরকে বলা হয় করদাতা । প্রত্যক্ষ কর সাধারণত ব্যক্তির উপর প্রয়োগ করা হয়। আয়কর আইন ২০২৩ এর মোট ২৫টি অংশের অনুচ্ছেদ সংখ্যা ৩৪৫ যেখানে আয়কর আইন এবং প্রয়োগ এর বিস্তারিত রয়েছে। [১]
বাংলাদেশের কর ব্যবস্থা
সম্পাদনাবাংলাদেশের কর ব্যবস্থা হচ্ছে ক্রমহ্রাসমান প্রগতিশীল কর । যেটা হচ্ছে ধীরভাবে প্রগতিশীল করের ন্যায় আচরণ করে। ক্রমহ্রাসমান প্রগতিশীল কর ব্যবস্থায় কর ভিত্তি, অর্থাৎ আয় বাড়ার কর হার বৃদ্ধির প্রবণতা বৃদ্ধি পায় । বর্তমান ২০২৪-২০২৫ কর বছরের জন্য প্রথম করঘাত ৩,৫০,০০০ টাকার উপর ৫% পুরুষদের জন্য, প্রথম করঘাত ৪,০০,০০০ টাকার উপর ৫% মহিলা এবং ৬৫ বছর বয়স উর্দ্ধ করদাতার জন্য, প্রথম করঘাত ৪,৭৫,০০০ টাকার উপর ৫% প্রতিবন্ধি ও তৃতীয় লিঙ্গের জন্য, প্রথম করঘাত ৫,০০,০০০ টাকার উপর ৫% আহত মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারণ করা হয়।
বাংলাদেশের ব্যক্তিশ্রেণীর কর হার নির্ধারণ এর উদাহরণ:
কর ভিত্তি | কর হার |
---|---|
প্রথম ৩,৫০,০০০ | শূন্য |
পরবর্তী ১,০০,০০০ | ৫ % |
পরবর্তী ৪,০০,০০০ | ১০% |
পরবর্তী ৫,০০,০০০ | ১৫% |
পরবর্তী ৫,০০,০০০ | ২০% |
অবশিষ্ট মোট আয়ের উপর | ২৫% |
[২]বাংলাদেশের কোম্পানির কর হার নির্ধারণ এর উদাহরণ:
যেসকল কোম্পানি বা ব্যক্তিসংঘ ব্যক্তিশ্রেণীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হবে না সে সকল সংস্থা বা প্রতিষ্ঠান কোম্পানি করহার অনুযায়ী তাহাদের মোট আয়ের উপর করহার নিরুপিত হবে।
কোম্পানির বর্ণনা | প্রযোজ্য করহার |
---|---|
পাবলিকলি ট্রেডেড কোম্পানি যাদের পরিশোধিত মূলধনের ১০% এর অধিক শেয়ার IPO এর মাধ্যমে স্থানান্তরিত হয়েছে | ২২.৫% |
পাবলিকলি ট্রেডেড কোম্পানি যাদের পরিশোধিত মূলধনের ১০% বা ১০% এর কম শেয়ার IPO এর মাধ্যমে স্থানান্তরিত হয়েছে | ২৫% |
আয়কর আইন ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানিসমূহের মধ্যে যারা পাবলিকলি ট্রেডেড নয় | ২৭.৫% |
এক ব্যক্তি কোম্পানি | ২২.৫% |
পাবলিকলি ট্রেডেড ব্যাংক, বীমা ও ফাইন্যান্স কোম্পানি (মার্চেন্ট ব্যাংক ব্যতীত) | ৩৭.৫% |
পাবলিকলি ট্রেডেড নয় এরুপ ব্যাংক, বীমা ও ফাইন্যান্স কোম্পানি (মার্চেন্ট ব্যাংক ব্যতীত) | ৪০% |
মার্চেন্ট ব্যাংক | ৩৭.৫% |
সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানি | ৪৫% |
পাবলিকলি ট্রেডেড মোবাইল ফোন অপারেটর কোম্পানি যদি তার পরিশোধিত মূলধনের নূন্যতম ১০% শেয়ার, যার মধ্যে Pre-Initial Public Offering Placement ৫% এর অধিক থাকতে পারবে না। | ৪০% |
পাবলিকলি ট্রেডেড নয় এমন মোবাইল ফোন কোম্পানি | ৪৫% |
শর্ত: বিবেচ্য আয়বর্ষে সকল প্রকার আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেনে ৫ (পাঁচ) লক্ষ টাকার অধিক ও বার্ষিক সর্বমোট ৩৬ (ছত্রিশ) লক্ষ টাকার উর্ধ্বে সকল প্রকার ব্যয় ও বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করতে হবে। [৩]
আয় এর উৎস
সম্পাদনাআয়ের প্রধান উৎস ৭ টি :
১. চাকরি হতে আয় । (ধারা-৩২)
২. ভাড়া হতে আয় । (ধারা-৩৬)
৩. কৃষি হতে আয়। (ধারা-৪০)
৪. ব্যবসা হতে আয় । (ধারা-৪৫)
৫. মূলধনি আয় । (ধারা-৫৭)
৬. আর্থিক পরিসম্পদ হতে আয় । (ধারা-৬২)
৭. অন্যান্য উৎস হতে আয় ।
[১](ধারা-৬৬)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "আয়কর আইন ২০২৩"। Laws of Bangladesh।
- ↑ "Personal Income Tax Rate Slab 2024-25"। Chartered Journal। জুলাই ২, ২০২৪।
- ↑ "Corporate Tax Rate 2024-2025"। Chartered Journal। জুলাই ৩, ২০২৪।