আম কাঁঠালের ছুটি
আম কাঁঠলের ছুটি ২০২৩ সালের একটি বাংলা ভাষার বাংলাদেশী শিশুতোষ চলচ্চিত্র। এটি প্রযোজনা ও পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও সংলাপ রচনা, চিত্রগ্রহণ, সম্পাদনা এবং সাউন্ড ডিজাইন করেছেন মোহাম্মদ নূরুজ্জামান।[১][২][৩] এটি শরীফ উদ্দিনের মইন্না ভাই বল্লা রাশি ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে।[৪] এই চলচ্চিত্রে সত্তর, আশি ও মধ্য নব্বই দশকের শিশু কিশোরদের শৈশব কৈশোরের কাহিনী তুলে ধরা হয়েছে।[৫]
সিনেমাটির আন্তর্জাতিক সংস্করণের নাম দেওয়া হয়েছে সামার হলিডে।[৬] এটি ১৮ই আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৭]
পটভূমি
সম্পাদনাকারো সাথে মিশতে না পারা আট বছর বয়সী একটি শহুরে ছেলে গ্রীষ্মের ছুটিতে গ্রামে বেড়াতে এসে কীভাবে নতুন এক জগৎ আবিষ্কার করে, খুঁজে পায় বন্ধুত্ব আর রোমাঞ্চের স্বাদ, তারই আখ্যান এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।[৮][৯]
অভিনয়
সম্পাদনা- লিয়ন
- জুবায়ের
- আরিফ
- হালিমা
- তানজিল
- ফাতেমা
- কামরুজ্জামান কামরুল
- আব্দুল হামিদ
নির্মাণ
সম্পাদনাসিনেমাকার প্রযোজিত[১০] এ চলচ্চিত্রের পেছনে রয়েছে দীর্ঘ সাত বছর ধরে নির্মাণের কাজ চলে। ছোট একটি কারিগরী ইউনিট আর আনকোরা একদল অপেশাদার অভিনয় শিল্পীদের নিয়ে গাজীপুরের হারবাইদ সংলগ্ন প্রায় পঁচিশ-ত্রিশ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা লোকেশনে চিত্রগ্রহণ করা হয়।[৮][১১]
মুক্তি
সম্পাদনাএটি ২০২৩ সালের ১৮ই আগস্ট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ১৯৭১ সেই সব দিন এর সাথে একই দিনে মুক্তি পায়।[৫][৯] এটি দেশের ৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[১০][১২]
প্রদর্শনী
সম্পাদনা২০২৩ সালের ৬ আগস্ট বাংলাদেশ শিল্পাকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলানায়তনে প্রদর্শিত হয়।[৪]
চলচ্চিত্রটি ২৫ থেকে ৩০শে জুলাই ২০২৩ পর্যন্ত আর্জেন্টিনার বুয়েনস আইরেস শহরে অনুষ্ঠেয় ইউবিএ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়।[১৩]
২০২২ সালের ২৬ নভেম্বর থেকে ৩রা ডিসেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত জগজা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘আম-কাঠালের ছুট’ সিনেমার ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হয়, এশিয়ান পার্স্পেক্টিভ বিভাগে ছবিটির আর একটি প্রদর্শনীও হয় সেখানে। উৎসব কমিটি এবং উপস্থিত দর্শকেরাও ছবিটির প্রশংসা করে।[৩]
সম্মাননা
সম্পাদনাচলচ্চিত্রটি ২০২২ সালের ২৬ মে মাসে রাশিয়ার চেবাক্সারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পায়।[৬][৮]
মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পায়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ লতিফ, সরদার আকিব (২০২৩-০৮-১৮)। "ইন্দোনেশিয়া, রাশিয়া, স্পেন আর আর্জেন্টিনার পর এবার বাংলাদেশে 'আম-কাঁঠালের ছুটি'"। kishor.alo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯।
- ↑ "১৮ আগস্ট মুক্তি পাচ্ছে 'আম-কাঁঠালের ছুটি"। আজকের পত্রিকা। ২৪ জুলাই ২০২৩।
- ↑ ক খ "বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেলো 'আম-কাঁঠালের ছুটি"। জাগো নিউজ। ৯ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ ক খ নিউজ, সময়। "বাংলাদেশে 'আম-কাঁঠালের ছুটি'র প্রিমিয়ার শো অনুষ্ঠিত | বিনোদন"। Somoy News। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯।
- ↑ ক খ Dhakatimes24.com। "দেশের হলে মুক্তি পেল দুই সিনেমা, একটি মুক্তিযুদ্ধের"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯।
- ↑ ক খ "১৮ আগস্ট থেকে প্রেক্ষাগৃহে শিশুতোষ সিনেমা 'আম-কাঁঠালের ছুটি'"। RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯।
- ↑ "দেশে মুক্তি পেল 'আম কাঁঠালের ছুটি'"। www.kalerkantho.com। ২০২৩-০৮-১৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯।
- ↑ ক খ গ প্রতিবেদক, নিজস্ব। "শুক্রবার থেকে 'আম-কাঁঠালের ছুটি'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২৩-০৮-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯।
- ↑ ক খ "'১৯৭১ সেই সব দিন' ও 'আম কাঁঠালের ছুটি'র মুক্তি আজ"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "দেশের ৫ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'আম কাঁঠালের ছুটি'"। চ্যানেল আই (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৮-১৭। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯।
- ↑ Pratik (২০২৩-০৮-১৮)। "আজ শুক্রবার থেকে 'আম-কাঁঠালের ছুটি'"। দৈনিক আজাদী (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯।
- ↑ BonikBarta। "পাঁচ প্রেক্ষাগৃহে 'আম-কাঁঠালের ছুটি'"। পাঁচ প্রেক্ষাগৃহে ‘আম-কাঁঠালের ছুটি’ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯।
- ↑ "আর্জেন্টিনায় 'আম-কাঁঠালের ছুটি'"। www.kalerkantho.com। ২০২৩-০৭-১৬। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে আম কাঁঠালের ছুটি (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে আম কাঁঠালের ছুটি
- ফেসবুকে আম কাঁঠালের ছুটি