মার্কিন সামোয়ায় ইসলাম
(আমেরিকান সামোয়ায় ইসলাম থেকে পুনর্নির্দেশিত)
মার্কিন সামোয়ায় ইসলামের উপস্থিতি নগণ্য, তবে মুসলিম ভ্রমণকারীদের সম্পর্কে এই অঞ্চলটির নীতি ২০০০ এর দশকের গোড়ার দিকে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছিল।[১] ২০০২ সালে মার্কিন সামোয়া এর অ্যাটর্নি জেনারেলের অনুমতি ছাড়াই মুসলমানদের এই অঞ্চলে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে।[২] মুসলিম জনসংখ্যাসম্পন্ন ২৫ টি দেশ থেকে আগতদের ক্ষেত্রে এই বিধিনিষেধগুলি প্রযোজ্য, তালিকায় নিকটবর্তী ফিজিও অন্তর্ভুক্ত ছিলো, যেখানে ৭% মুসলিম সংখ্যালঘু রয়েছে। ২০০৩ সালে ফিজি সরকারের অনুরোধে ফিজিকে তালিকা থেকে সরানো হয়।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ R. G. Crocombe (২০০৭)। Asia in the Pacific Islands: Replacing the West। editorips@usp.ac.fj। পৃষ্ঠা 452–। আইএসবিএন 978-982-02-0388-4। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১২।
- ↑ ক খ David Stanley (৩ ডিসেম্বর ২০০৪)। Moon Handbooks South Pacific। David Stanley। পৃষ্ঠা 471–। আইএসবিএন 978-1-56691-411-6। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১২।