আমুচিয়া ইউনিয়ন
আমুচিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আমুচিয়া | |
---|---|
ইউনিয়ন | |
৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে আমুচিয়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২২′২১″ উত্তর ৯১°৫৯′১৩″ পূর্ব / ২২.৩৭২৫০° উত্তর ৯১.৯৮৬৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | বোয়ালখালী উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | কাজল দে |
আয়তন | |
• মোট | ১২.৯৯ বর্গকিমি (৫.০২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১০,৬৫৫ |
• জনঘনত্ব | ৮২০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৮.১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৬৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাআমুচিয়া ইউনিয়নের আয়তন ৩,২১০ একর (১২.৯৯ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আমুচিয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ১০,৬৫৫ জন। এর মধ্যে পুরুষ ৫,২৬০ জন এবং মহিলা ৫,৩৯৫ জন। মোট পরিবার ২,৩৭৪টি।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাবোয়ালখালী উপজেলার পূর্বাংশে আমুচিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন; পশ্চিমে পোপাদিয়া ইউনিয়ন, সারোয়াতলী ইউনিয়ন ও আহলা করলডেঙ্গা ইউনিয়ন; দক্ষিণে আহলা করলডেঙ্গা ইউনিয়ন এবং পূর্বে আহলা করলডেঙ্গা ইউনিয়ন ও রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাআমুচিয়া ইউনিয়ন বোয়ালখালী উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বোয়ালখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৫নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৮ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- আমুচিয়া
- কানুনগোপাড়া
- ধোরলা
- খরঞ্জাপাড়া
- কানিবিল
- বহদ্দারপাড়া
- মাস্টার বাজার
- কালাইয়ারহাট
- বুড়ির পাড়
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আমুচিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫৮.১%।[১] এ ইউনিয়নে ১টি সরকারি কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ[৩]
- মাধ্যমিক বিদ্যালয়[৪]
- কানুনগোপাড়া ডাঃ বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয়
- পূর্ণচন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়
- মুক্তকেশী বালিকা উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা[৫]
- প্রাথমিক বিদ্যালয়
- আমুচিয়া কাশীমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কানুনগোপাড়া অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কানুনগোপাড়া মুক্তকেশী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কানুনগোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ পূর্ব ধোরলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধোরলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব আমুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব ধোরলা কিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাআমুচিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল কালুরঘাট-কানুনগোপাড়া সড়ক, মুন্সিরহাট-কানুনগোবাজার সড়ক এবং পটিয়া-কানুনগোপাড়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
হাট-বাজার
সম্পাদনাআমুচিয়া ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল কানুনগোপাড়া বাজার, কালাইয়ার হাট এবং মাস্টার বাজার।
দর্শনীয় স্থান
সম্পাদনা- লোকনাথ সেবাশ্রম[৬]
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- কালিকারঞ্জন কানুনগো –– শিক্ষাবিদ ও ঐতিহাসিক।
- প্রভাসচন্দ্র বল –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
- বিনোদবিহারী দত্ত –– শিক্ষাবিদ।
- মতিলাল কানুনগো –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
- লোকনাথ বল –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
- শেফালী ঘোষ –– আঞ্চলিক সংগীত শিল্পী।
- স্যার আশুতোষ দত্ত –– শিক্ষাবিদ।
- হরিগোপাল বল –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: কাজল দে[৭]
- চেয়ারম্যানগণের তালিকা[৮]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | সুকুমার সর্ব বিদ্যা | |
০২ | মুন্সি মিয়া | |
০৩ | প্রবীর চৌধুরী বন | |
০৪ | সুব্রত বিশ্বাস সিকীম | |
০৫ | আবু বকর সিদ্দিকী | |
০৬ | মুসলিম উদ্দীন চৌধুরী | |
০৭ | কাজল দে | ২০১১-বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২০।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - আমুচিয়া ইউনিয়ন - আমুচিয়া ইউনিয়ন"। amuchiaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "কলেজ - আমুচিয়া ইউনিয়ন - আমুচিয়া ইউনিয়ন"। amuchiaup.chittagong.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - আমুচিয়া ইউনিয়ন - আমুচিয়া ইউনিয়ন"। amuchiaup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - আমুচিয়া ইউনিয়ন - আমুচিয়া ইউনিয়ন"। amuchiaup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - আমুচিয়া ইউনিয়ন - আমুচিয়া ইউনিয়ন"। amuchiaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "পঞ্চম ধাপের নির্বাচনের ফলাফল ঘোষণা"।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - আমুচিয়া ইউনিয়ন - আমুচিয়া ইউনিয়ন"। amuchiaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৭।