আমির নিউলি

আমির নিউলি ইসরায়েলের একজন কম্পিউটার বিজ্ঞানী এবং ১৯৯৬ সালের 'টার্নিং অ্যাওয়ার্ড ' বিজয়ী ছিলে

আমির নিউলি (জন্ম: ২২ এপ্রিল, ১৯৪১ - মৃত্যু: ২ নভেম্বর, ২০০৯) ইসরায়েলের একজন কম্পিউটার বিজ্ঞানী।

আমির নিউলি
জন্ম(১৯৪১-০৪-২২)২২ এপ্রিল ১৯৪১
মৃত্যু২ নভেম্বর ২০০৯(2009-11-02) (বয়স ৬৮)
জাতীয়তাইসরায়েলি
পুরস্কারটুরিং পুরস্কার ১৯৯৬
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকম্পিউটার বিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহস্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
Tel Aviv University
Weizmann Institute
নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়

আমির নিউলি ১৯৬২ সালে টেকনিয়ন থেকে গণিতে বিসসি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৬৭ সালে ওয়াইজম্যান ইন্সটিটিউট অব সায়েন্স থেকে ফলিত গণিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডক্টরেটোত্তর গবেষণা সম্পন্ন করেন। তিনি ১৯৭৩ সালে তেল আবিব বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানের প্রতিষ্ঠা করেন।[] ১৯৭৬-১৯৭৭ সালে তিনি পেন্সিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮২ সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ এবং ১৯৮৬ সালে তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন এ ভিজিটিং অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮১ সালে ওয়াইজম্যান ইন্সটিটিউট অব সায়েন্সের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক ছিলেন। তিনি ১৯৯৯ সালে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানে যোগদান করেন।[]

সম্মাননা ও পুরস্কার

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. http://www.cs.nyu.edu/csweb/People/amirpnueli.html
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১২ 

বহিঃসংযোগ

সম্পাদনা